ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল ছেড়ে এভারটনে রদ্রিগেজ

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • 19

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে টানা ছয় বছর কাটিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে নাম লেখালেন হামেস রদ্রিগেজ। এভারটনের কাছে হামেস রদ্রিগেজকে বিক্রি করে প্রায় ২৫ মিলিয়ন ইউরো অর্জন করেছে রিয়াল। মোনাকো থেকে ২০১৪ সালে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন হামেস।

দুই মৌসুম ধরেই রিয়াল ছাড়ার চেষ্টা করছিলেন হামেস। কেননা জিনেদিন জিদানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। আর তাই তো খেলার সুযোগই মিলছিল না তার। এর আগে ২০১৯ সালে কার্লো আনচেলোত্তির নাপোলিতে পাড়ি জমানোর কথা ছিল হামেসের। তবে নাপোলির ট্রান্সফার ফি প্রদানে প্রত্যাখ্যান করায় সেবার আর ক্লাব ছাড়া হয়নি হামেসের।

এরপর নাপোলি থেকে বহিষ্কৃত হয়ে এভারটনের কোচের দায়িত্ব নেন আনচেলোত্তি। আর তখন থেকেই রিয়াল থেকে হামেসকে দলে ভেড়ানোর পায়তারা খুঁজতে থাকেন তিনি। অবশেষে আনচেলোত্তির দলে আবারও খেলার সুযোগ হচ্ছে হামেসের। এর আগে রিয়ালে এক মৌসুম এবং বায়ার্ন মিউনিখে দেড় মৌসুম খেলেছিলেন তার অধীনে।

এভারটনে যোগ দেওয়ার পর হামেস জানান, এই ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। এভারটন দুর্দান্ত একটি ক্লাব এবং সবাই এটা জানে। আর আমি এখানে আমার প্রিয় এক কোচের অধীনে খেলতে চাই যে আমাকে ভালো করে বোঝে। এখন আমার লক্ষ্য এই ক্লাবের হয়ে শিরোপা জেতা।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিয়াল ছেড়ে এভারটনে রদ্রিগেজ

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে টানা ছয় বছর কাটিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে নাম লেখালেন হামেস রদ্রিগেজ। এভারটনের কাছে হামেস রদ্রিগেজকে বিক্রি করে প্রায় ২৫ মিলিয়ন ইউরো অর্জন করেছে রিয়াল। মোনাকো থেকে ২০১৪ সালে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন হামেস।

দুই মৌসুম ধরেই রিয়াল ছাড়ার চেষ্টা করছিলেন হামেস। কেননা জিনেদিন জিদানের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। আর তাই তো খেলার সুযোগই মিলছিল না তার। এর আগে ২০১৯ সালে কার্লো আনচেলোত্তির নাপোলিতে পাড়ি জমানোর কথা ছিল হামেসের। তবে নাপোলির ট্রান্সফার ফি প্রদানে প্রত্যাখ্যান করায় সেবার আর ক্লাব ছাড়া হয়নি হামেসের।

এরপর নাপোলি থেকে বহিষ্কৃত হয়ে এভারটনের কোচের দায়িত্ব নেন আনচেলোত্তি। আর তখন থেকেই রিয়াল থেকে হামেসকে দলে ভেড়ানোর পায়তারা খুঁজতে থাকেন তিনি। অবশেষে আনচেলোত্তির দলে আবারও খেলার সুযোগ হচ্ছে হামেসের। এর আগে রিয়ালে এক মৌসুম এবং বায়ার্ন মিউনিখে দেড় মৌসুম খেলেছিলেন তার অধীনে।

এভারটনে যোগ দেওয়ার পর হামেস জানান, এই ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। এভারটন দুর্দান্ত একটি ক্লাব এবং সবাই এটা জানে। আর আমি এখানে আমার প্রিয় এক কোচের অধীনে খেলতে চাই যে আমাকে ভালো করে বোঝে। এখন আমার লক্ষ্য এই ক্লাবের হয়ে শিরোপা জেতা।

বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: