ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাত উইকেটের জয় পেলো টাইগাররা

  • পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের ফলে ১৫ মাস পর জয়ের দেখা পেলো সাকিব-তামিমরা।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে দিন শেষ করে আয়ারল্যান্ড। তবে লরকান টাকারের সেঞ্চুরিতে ফলোঅন এড়ায় আইরিশরা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হলে ১৩৮ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

সেলক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩২ রানে লিটনকে হারায় বাংলাদেশ। ১৯ বলে ২৩ রান করে সাজ ঘরে ফিরে যান এই ওপেনার। লিটনের বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই আউট হন নাজমুল হাসান শান্ত। দলীয় ৪৩ রানের ভিতর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ।

এরপর তৃতীয় উইকেটে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার তামিম। এ জুটিতে ৬২ রান সংগ্রহ করেন টাইগাররা। তবে দলীয় ১০৫ রানে আউট হন তামিম। ৬৫ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক।

মুমিনুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন মুশফিক। অপরাজিত থাকেন ৫১ রানে। ফলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেলো সাকিব-তামিমরা। ১৫ মাস পর টেস্টের জয়ের শুভাস পেলো টাইগাররা।

এদিন মুশফিকের ৪৮ বলের ইনিংসে মারেন সাতটি চার। আর ফিফটি ছোঁয়ার পথে তিন সংস্করণে ১৪ হাজার রানে নাম লেখান মুশফিক। এছাড়া ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। মারেন একটি করে চার-ছয়। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিনে ও বেন হোয়াইট নেন একটি করে উইকেট।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাত উইকেটের জয় পেলো টাইগাররা

পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের ফলে ১৫ মাস পর জয়ের দেখা পেলো সাকিব-তামিমরা।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে দিন শেষ করে আয়ারল্যান্ড। তবে লরকান টাকারের সেঞ্চুরিতে ফলোঅন এড়ায় আইরিশরা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হলে ১৩৮ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

সেলক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩২ রানে লিটনকে হারায় বাংলাদেশ। ১৯ বলে ২৩ রান করে সাজ ঘরে ফিরে যান এই ওপেনার। লিটনের বিদায়ের পর উইকেটে এসে দ্রুতই আউট হন নাজমুল হাসান শান্ত। দলীয় ৪৩ রানের ভিতর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ।

এরপর তৃতীয় উইকেটে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার তামিম। এ জুটিতে ৬২ রান সংগ্রহ করেন টাইগাররা। তবে দলীয় ১০৫ রানে আউট হন তামিম। ৬৫ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল হক।

মুমিনুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন মুশফিক। অপরাজিত থাকেন ৫১ রানে। ফলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেলো সাকিব-তামিমরা। ১৫ মাস পর টেস্টের জয়ের শুভাস পেলো টাইগাররা।

এদিন মুশফিকের ৪৮ বলের ইনিংসে মারেন সাতটি চার। আর ফিফটি ছোঁয়ার পথে তিন সংস্করণে ১৪ হাজার রানে নাম লেখান মুশফিক। এছাড়া ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। মারেন একটি করে চার-ছয়। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিনে ও বেন হোয়াইট নেন একটি করে উইকেট।

বিজনেস আওয়ার/৭ এপ্রিল, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: