ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

উড়ন্ত বিমানে পেটের যন্ত্রণায় নারী যাত্রীর মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
  • 3

আন্তর্জাতিক ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতের আগরতলা থেকে কলকাতায় আসছিলেন শুক্লা দাস (৪১) নামে এক নারী। আর সেই বিমানেই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিমানবন্দরে নামানোর পরে মৃ্ত্যু হয় তার। তিনি দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

শুক্রবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়া সুত্রে জানা যায়, শুক্রবার বিমানটি যখন মাঝ আকাশে ছিল তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল তার। বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তাকে দ্রুত বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই মহিলা চিকিৎসার জন্যই কলকাতায় আসছিলেন। কিন্তু বিমানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার প্যাঙ্কাইটিসের সমস্যা ছিল বলে জানা যায়। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে তারা আরও বলেন, তার কী ধরনের অসুস্থতা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২২এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উড়ন্ত বিমানে পেটের যন্ত্রণায় নারী যাত্রীর মৃত্যু

পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতের আগরতলা থেকে কলকাতায় আসছিলেন শুক্লা দাস (৪১) নামে এক নারী। আর সেই বিমানেই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিমানবন্দরে নামানোর পরে মৃ্ত্যু হয় তার। তিনি দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

শুক্রবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়া সুত্রে জানা যায়, শুক্রবার বিমানটি যখন মাঝ আকাশে ছিল তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল তার। বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তাকে দ্রুত বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই মহিলা চিকিৎসার জন্যই কলকাতায় আসছিলেন। কিন্তু বিমানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার প্যাঙ্কাইটিসের সমস্যা ছিল বলে জানা যায়। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে তারা আরও বলেন, তার কী ধরনের অসুস্থতা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২২এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: