ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া থেকে ২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিস্কার

  • পোস্ট হয়েছে : ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • 4

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে শনিবার বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এ তথ্য জানান।

অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিক জার্মানি ছেড়েছেন বলে জানিয়েছে বার্লিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের আরেকটি গণবহিষ্কার’-এর নিন্দা জানানোর কিছু সময় পরই মারিয়া এ ঘোষণা দেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার এই পদক্ষেপ আমলে নিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জার্মানিতে রাশিয়ার গোয়েন্দা উপস্থিতি কমাতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দুই দেশের কেন্দ্রীয় সরকারই নিজ নিজ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

রাশিয়ার দূতাবাসের কর্মীদের জার্মানি ছেড়ে যাওয়া এরই অংশ বলে মন্তব্য করেন ওই কর্মী। তবে ঠিক কতজন রাশিয়ান কূটনীতিক চলে গেছেন, তা জানাতে তিনি অস্বীকৃতি জানান।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যুদ্ধের আগে রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি।

জার্মানির কূটনীতিকদের বহিষ্কারের প্রসঙ্গ জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বার্লিনের এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যাবে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বার্লিনের এই শত্রুভাবাপন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে জার্মান কূটনীতিকদের বহিষ্কারের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মানির পত্রিকা বিলড-এর খবরে বলা হয়, বর্তমানে মস্কোতে জার্মানির দূতাবাসে ৯০ জন কর্মী আছেন। এর মধ্যে ৩৪ জনকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

বিজনেস আওয়ার/২৩এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাশিয়া থেকে ২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিস্কার

পোস্ট হয়েছে : ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে শনিবার বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এ তথ্য জানান।

অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিক জার্মানি ছেড়েছেন বলে জানিয়েছে বার্লিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের আরেকটি গণবহিষ্কার’-এর নিন্দা জানানোর কিছু সময় পরই মারিয়া এ ঘোষণা দেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার এই পদক্ষেপ আমলে নিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জার্মানিতে রাশিয়ার গোয়েন্দা উপস্থিতি কমাতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় দুই দেশের কেন্দ্রীয় সরকারই নিজ নিজ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

রাশিয়ার দূতাবাসের কর্মীদের জার্মানি ছেড়ে যাওয়া এরই অংশ বলে মন্তব্য করেন ওই কর্মী। তবে ঠিক কতজন রাশিয়ান কূটনীতিক চলে গেছেন, তা জানাতে তিনি অস্বীকৃতি জানান।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যুদ্ধের আগে রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি।

জার্মানির কূটনীতিকদের বহিষ্কারের প্রসঙ্গ জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বার্লিনের এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যাবে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বার্লিনের এই শত্রুভাবাপন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে জার্মান কূটনীতিকদের বহিষ্কারের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মানির পত্রিকা বিলড-এর খবরে বলা হয়, বর্তমানে মস্কোতে জার্মানির দূতাবাসে ৯০ জন কর্মী আছেন। এর মধ্যে ৩৪ জনকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

বিজনেস আওয়ার/২৩এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: