1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
এনআইকেডিইউ’তে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন
সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

এনআইকেডিইউ’তে বিনা খরচে কিডনি প্রতিস্থাপন

  • পোস্ট হয়েছে : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজি (এনআইকেডিইউ) হাসপাতালে বাবুল মোল্লা (৪১) নামক এক রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

হাসপাতালটির পক্ষ থেকে সম্পূর্ণ বিনা খরচে এই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৩০ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (২৯ এপ্রিল) রাতে এই কিডনি প্রতিস্থাপন করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, বাবুল মোল্লা নামক এই রোগীকে কিডনি দান করেছেন তার স্ত্রী মদিনা বেগম। বর্তমানে কিডনি দাতা ও গ্রহীতা উভয়েই সুস্থ আছেন।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. বাবরুল আলম বলেন, কিডনি বিকল রোগের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। আগামী দিনগুলোতে প্রতি শনিবার অন্তত একটি করে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্য আছে আমাদের।

তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসায় এনআইকেডিইউকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে সবার সহযোগিতা আশা করছি।

বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ