ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাব ছাড়লে বেলকে টাকাও দেবে রিয়াল

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে গ্যারেথ বেলের। কিন্তু রিয়াল কোচ জিনেদিন জিদানের একাদশে তো দূরের কথা, বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছেন না বেল। গত মৌসুমের বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছে বেলকে। তাই রিয়াল রদ্রিগেজের মতো বেলকেও ছেড়ে দিতে চায়। আর তার জন্য বেলকে টাকাও দেবে রিয়াল।

এদিকে গ্যারেথ বেলকে দলে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, বেল ক্লাব ছাড়লে রিয়াল তাকে নতুন মৌসুমের বেতনের অর্ধেক দিতেও রাজি। গত মৌসুমে অবশ্য বেলের চীনের ক্লাবে ফ্রি এজেন্টে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু রিয়াল তাকে ছাড়েনি।

বেল সে সময় মন্তব্য করেছিলেন, তার দল ছাড়ার ইচ্ছা আছে। তাকে দলে নিতেও বেশ কিছু ক্লাব আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে রিয়াল। এবার রিয়ালই তাকে ছেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাকে ধারে ছেড়ে দেওয়ার কথাও ভাবছে। ধারে বেল ক্লাব ছাড়লে বেতনের ৫০ শতাংশ রিয়ালই দেবে। তাতেও বাঁচবে রিয়ালের মোটা অর্থ।

বেলের জন্য শুধু চলতি মৌসুমে নয় গত মৌসুমেও আগ্রহী ছিল বেশ কিছু দল। কিন্তু বাধ সাধছে তার বেতন। রিয়াল থেকে তিনি মোটা অঙ্কের বেতন পান। তাই তাকে দলে নিয়ে অতো টাকা বেতন দিতে চায় না প্রিমিয়ার লিগের দলগুলো। বেলও আবার গো ধরে বসেছিল, জিদান তাকে না খেলালেও তিনি রিয়াল ছাড়বেন না। কারণ ওই বেতন।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্লাব ছাড়লে বেলকে টাকাও দেবে রিয়াল

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে গ্যারেথ বেলের। কিন্তু রিয়াল কোচ জিনেদিন জিদানের একাদশে তো দূরের কথা, বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছেন না বেল। গত মৌসুমের বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছে বেলকে। তাই রিয়াল রদ্রিগেজের মতো বেলকেও ছেড়ে দিতে চায়। আর তার জন্য বেলকে টাকাও দেবে রিয়াল।

এদিকে গ্যারেথ বেলকে দলে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, বেল ক্লাব ছাড়লে রিয়াল তাকে নতুন মৌসুমের বেতনের অর্ধেক দিতেও রাজি। গত মৌসুমে অবশ্য বেলের চীনের ক্লাবে ফ্রি এজেন্টে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু রিয়াল তাকে ছাড়েনি।

বেল সে সময় মন্তব্য করেছিলেন, তার দল ছাড়ার ইচ্ছা আছে। তাকে দলে নিতেও বেশ কিছু ক্লাব আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে রিয়াল। এবার রিয়ালই তাকে ছেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাকে ধারে ছেড়ে দেওয়ার কথাও ভাবছে। ধারে বেল ক্লাব ছাড়লে বেতনের ৫০ শতাংশ রিয়ালই দেবে। তাতেও বাঁচবে রিয়ালের মোটা অর্থ।

বেলের জন্য শুধু চলতি মৌসুমে নয় গত মৌসুমেও আগ্রহী ছিল বেশ কিছু দল। কিন্তু বাধ সাধছে তার বেতন। রিয়াল থেকে তিনি মোটা অঙ্কের বেতন পান। তাই তাকে দলে নিয়ে অতো টাকা বেতন দিতে চায় না প্রিমিয়ার লিগের দলগুলো। বেলও আবার গো ধরে বসেছিল, জিদান তাকে না খেলালেও তিনি রিয়াল ছাড়বেন না। কারণ ওই বেতন।

বিজনেস আওয়ার/১০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: