ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দুদিনব্যাপী ডেনিম এক্সপো শুরু

  • পোস্ট হয়েছে : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক :বিদেশিদের কাছে দেশের তৈরি পোশাক আকৃষ্ট করতে দুদিনব্যাপী ১৪ তম ডেনিম এক্সপো শুরু হয়েছে। ইনোভেটর প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু এই এক্সপো। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় শুরু হয়।

এক্সপোতে দেশি ও বিদেশি মিলিয়ে ৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ফেব্রিক্স, তৈরি পোশাক, থ্রেডস, যন্ত্রাংশ, প্রক্রিয়াকরণ উপকরণসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে তৈরি ডেনিম পণ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি হয়। এক্সপোতে পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্ভাবক প্রতিপাদ্যে চারটি সেমিনার সেশন ও চারটি প্যানেল আলোচনা রাখা হয়। ডেনিমের ভবিষ্যৎ নিয়ে সেমিনারে আলোচনা হবে।

মেলায় অংশ নেওয়া চায়না কোম্পানি কটন ফিল্ড টেক্সটাইলের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশসহ প্রায় ৪৫টি দেশের কোম্পানির প্রতিনিধিরা এক্সপোতে এসেছেন। মেলায় আমরা ডেনিম, টুইল, কর্ডরয় ফেব্রিক এবং কুটিং ফেব্রিকস পণ্য নিয়ে এসেছি। মানুষজন আসছেন, ভালো লাগছে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দীন জানান, আন্তর্জাতিক ডেনিম কমিউনিটির চাহিদা পূরণ, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি ও নতুন পণ্য উদ্ভাবনের লক্ষ্যকে সামনে রেখেই এক্সপোর আয়োজন করা হয়।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুদিনব্যাপী ডেনিম এক্সপো শুরু

পোস্ট হয়েছে : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক :বিদেশিদের কাছে দেশের তৈরি পোশাক আকৃষ্ট করতে দুদিনব্যাপী ১৪ তম ডেনিম এক্সপো শুরু হয়েছে। ইনোভেটর প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু এই এক্সপো। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় শুরু হয়।

এক্সপোতে দেশি ও বিদেশি মিলিয়ে ৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ফেব্রিক্স, তৈরি পোশাক, থ্রেডস, যন্ত্রাংশ, প্রক্রিয়াকরণ উপকরণসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে তৈরি ডেনিম পণ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি হয়। এক্সপোতে পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্ভাবক প্রতিপাদ্যে চারটি সেমিনার সেশন ও চারটি প্যানেল আলোচনা রাখা হয়। ডেনিমের ভবিষ্যৎ নিয়ে সেমিনারে আলোচনা হবে।

মেলায় অংশ নেওয়া চায়না কোম্পানি কটন ফিল্ড টেক্সটাইলের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশসহ প্রায় ৪৫টি দেশের কোম্পানির প্রতিনিধিরা এক্সপোতে এসেছেন। মেলায় আমরা ডেনিম, টুইল, কর্ডরয় ফেব্রিক এবং কুটিং ফেব্রিকস পণ্য নিয়ে এসেছি। মানুষজন আসছেন, ভালো লাগছে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দীন জানান, আন্তর্জাতিক ডেনিম কমিউনিটির চাহিদা পূরণ, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি ও নতুন পণ্য উদ্ভাবনের লক্ষ্যকে সামনে রেখেই এক্সপোর আয়োজন করা হয়।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: