1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
ফেডারেল ইন্স্যুরেন্সে কোটি কোটি টাকার গরমিল
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন

ফেডারেল ইন্স্যুরেন্সে কোটি কোটি টাকার গরমিল

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে কোটি কোটি টাকার গরমিল পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটিতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রাচ্যুইটি দায়ের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭ লাখ টাকা। যা গ্রাচ্যুইটি সুবিধা পাওয়ার যোগ্য কর্মী সংখ্যা ও তাদের কোম্পানিতে সেবা প্রদানের বছর বিবেচনায় ওই দায় দাঁড়ায়। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে গ্রাচ্যুইটি দায় হিসেবে মাত্র ৭০ লাখ টাকা দেখিয়েছে। এক্ষেত্রে তারা ৪ কোটি ৩৭ লাখ টাকার দায় কম দেখিয়েছে।

ওই দায় কম দেখানোর মাধ্যমে সমপরিমাণ বা ৪ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ বেশি দেখিয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। অর্থাৎ কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারপ্রতি নিট ০.৬২ টাকার সম্পদ (এনএভিপিএস) বেশি দেখিয়েছে। তারা এই বেশিসহ ২০২২ সালের ৩১ ডিসেম্বর এনএভিপিএস দেখিয়েছে ১২.৯৭ টাকা।

দীর্ঘদিন ধরে ফেডারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ডিপোজিট ও প্রিপেমেন্টস হিসেবে ৭ কোটি ৭০ লাখ টাকা দেখিয়ে আসছে। যা আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যে সন্দেহজনক টাকা ফেরত পাওয়ার বিপরীতে কোম্পানি কর্তৃপক্ষ মাত্র ১০ লাখ টাকা সঞ্চিতি গঠন করেছে। সম্ভাব্য লোকসানের বাকি ৭ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে পরবর্তী ৫ বছরে সঞ্চিতি গঠন করবে কোম্পানি কর্তৃপক্ষ। অর্থাৎ পরবর্তী ৫ বছরে কোম্পানির মুনাফায় ৭ কোটি ৬০ লাখ টাকার নেতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফেডারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭১ কোটি ৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৭৪ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (২৩ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৩০ টাকায়।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২৩/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ