1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
সূচক পতনেও লেনদেন ১১শ কোটি টাকার ঘরে
সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

সূচক পতনেও লেনদেন ১১শ কোটি টাকার ঘরে

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজার মূলধন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন বেড়েছে লেনদেন পরিমান। লেনদেন বেড়ে ১১শ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। প্রধান সূচক উত্থানের লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনেদেন পরিমান কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান হয়েছে। বেড়েছে বাজার মূলধন।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৪২৯ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭১ হাজার ৭০৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৭৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ৯৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯১টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ দশমিক শূন্য ৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক ৮৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ১৫ কোটি শূন্য ১ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৬৯১ কোটি টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৬ হাজার ৫০০ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৯১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টি, কমেছে ৫৭টি এবং পরিবর্তন হয়নি ১১০টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ দশমিক ৪৮ পয়েন্টে। সিএসসিএক্স ৫ দশমিক ৩৩ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২৬ দশমিক ৯২ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ২৩ পয়েন্টে এবং ১৩ হাজার ৪২১ দশমিক ৯৫ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ