ঢাকা , বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একসাথে ১৪ জনকে নিয়ে অনুশীলন করছে বার্সা

  • পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
  • 106

স্পোর্টস ডেস্ক : এখন একসাথে ১৪ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। এ মাসের মাঝামাঝি সময় সরকারের কাছ থেকে অনুশীলনের অনুমতি পাবার পর একজন, দু’জন করে অনুশীলন করতো বার্সেলোনা।

সময় গড়ানোর সাথে সাথে বার্সেলোনার অনুশীলন ক্যাম্প এখন বড় হয়েছে। নিয়ম-নীতি শিথিল হওয়ায় এখন ১৪ জন খেলোয়াড় একসাথে অনুশীলনে করছে। তাদের কোচিং করাচ্ছেন কোচ সেতিয়েন। দুই ভাগে ভাগ করে অনুশীলন করাচ্ছেন।

এক অংশে আছেন- লিওনেল মেসি, গেরাড পিকে, সার্জিয়ো বাসকুয়েটস, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিয়ো রবের্তো, আর্তুরো ভিদাল, আনসু ফাতি, রিকি পিগ ও রোনাল্ড আরাউজু, দুই গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন ও নেতো।

অন্য অংশে অনুশীলন করেছেন- নেলসন সেমেদো, ইভান রাকিটিচ, আর্থার মেলো, ক্লেমন্ত লংলে, আতোঁয়ান গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েট, ফ্রেঙ্কি ডি ইয়ং, জুনিয়র ফিরপো, অ্যালেক্স কোলাদো, মনচু ও ইনাকি পেনা।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একসাথে ১৪ জনকে নিয়ে অনুশীলন করছে বার্সা

পোস্ট হয়েছে : ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০

স্পোর্টস ডেস্ক : এখন একসাথে ১৪ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। এ মাসের মাঝামাঝি সময় সরকারের কাছ থেকে অনুশীলনের অনুমতি পাবার পর একজন, দু’জন করে অনুশীলন করতো বার্সেলোনা।

সময় গড়ানোর সাথে সাথে বার্সেলোনার অনুশীলন ক্যাম্প এখন বড় হয়েছে। নিয়ম-নীতি শিথিল হওয়ায় এখন ১৪ জন খেলোয়াড় একসাথে অনুশীলনে করছে। তাদের কোচিং করাচ্ছেন কোচ সেতিয়েন। দুই ভাগে ভাগ করে অনুশীলন করাচ্ছেন।

এক অংশে আছেন- লিওনেল মেসি, গেরাড পিকে, সার্জিয়ো বাসকুয়েটস, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিয়ো রবের্তো, আর্তুরো ভিদাল, আনসু ফাতি, রিকি পিগ ও রোনাল্ড আরাউজু, দুই গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন ও নেতো।

অন্য অংশে অনুশীলন করেছেন- নেলসন সেমেদো, ইভান রাকিটিচ, আর্থার মেলো, ক্লেমন্ত লংলে, আতোঁয়ান গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েট, ফ্রেঙ্কি ডি ইয়ং, জুনিয়র ফিরপো, অ্যালেক্স কোলাদো, মনচু ও ইনাকি পেনা।

বিজনেস আওয়ার/২৭ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: