ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার, ২ নারী গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • 9

বিজনেস আওয়ার ডেস্ক: নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত মূল অভিযুক্ত কাজলী বেগমসহ (৩৫) দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষি ক্লাব এলাকা থেকে তাকে উদ্ধার করে নাটোর থানা পুলিশ।

নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইলে ইউনিয়নের সাইফুলের স্ত্রী কাজলী খাতুন নবজাতককে ৮ হাজার টাকায় সদর উপজেলার খাজানগর এলাকার আরিফুল ইসলামের স্ত্রীর কাছে বিক্রি করেন। যে কিনেছে তার নামও কাজলী, তার কোনো সন্তান নেই। এঘটনায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বাবা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। বজাতক চুরি হওয়া ও উদ্ধার প্রসঙ্গে প্রেস ব্রিফিং বিস্তারিত জানাবেন পুলিশ সুপার সাইফুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে দুপুর ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত অবস্থায় কাজলী খাতুন এসে ডাক্তার দেখানোর কথা বলে নবজাতককে তার দাদির কোল থেকে নিয়ে যায়। দীর্ঘসময় সে ফিরে না আসায় স্বজনরা বাচ্চাটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় নবজাতককে উদ্ধার করা হয়। এসময় নবজাতক চুরি ও বিক্রি করার অপরাধে কাজলী খাতুন ও শিশুটিকে কেনার অপরাধে আরেক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এই অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশের সদস্যরাও। এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবেন।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাটোরে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার, ২ নারী গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত মূল অভিযুক্ত কাজলী বেগমসহ (৩৫) দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষি ক্লাব এলাকা থেকে তাকে উদ্ধার করে নাটোর থানা পুলিশ।

নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইলে ইউনিয়নের সাইফুলের স্ত্রী কাজলী খাতুন নবজাতককে ৮ হাজার টাকায় সদর উপজেলার খাজানগর এলাকার আরিফুল ইসলামের স্ত্রীর কাছে বিক্রি করেন। যে কিনেছে তার নামও কাজলী, তার কোনো সন্তান নেই। এঘটনায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বাবা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। বজাতক চুরি হওয়া ও উদ্ধার প্রসঙ্গে প্রেস ব্রিফিং বিস্তারিত জানাবেন পুলিশ সুপার সাইফুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে দুপুর ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত অবস্থায় কাজলী খাতুন এসে ডাক্তার দেখানোর কথা বলে নবজাতককে তার দাদির কোল থেকে নিয়ে যায়। দীর্ঘসময় সে ফিরে না আসায় স্বজনরা বাচ্চাটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় নবজাতককে উদ্ধার করা হয়। এসময় নবজাতক চুরি ও বিক্রি করার অপরাধে কাজলী খাতুন ও শিশুটিকে কেনার অপরাধে আরেক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এই অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশের সদস্যরাও। এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবেন।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: