ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে দিতে রাজি না হওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

  • পোস্ট হয়েছে : ১২:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জুন) ভোররাতে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে রিফাতের বাবা আজিজুল হক মারা যান। এরপর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরপর দুটি বিয়ে করেন। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীকে এবং মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর ফের বিয়ে করতে চাইলে পরিবার আপত্তি জানায়। এরপর থেকেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন রিফাত।

এসব নিয়ে শুক্রবার রাতে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয় রিফাতের। এ কারণে রাত ১০টার দিকে রিফাত নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর রাত ৩টা পর্যন্ত রিফাতের মা তার কাছে বসে ছিলেন। হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লে রিফাত আবারও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালের দিকে পরিবারের লোকজন টের পায়।

এ বিষয়ে রিফাতের মা আনোয়ারা খাতুন বলেন, ‘পরপর দুইটি বিয়ে করে রিফাত। পরে দুই বউকেই তালাক দেয় সে। এখন তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় রাগে, ক্ষোভে আত্মহত্যা করেছে সে।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজনেস আওয়ার/১১ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তৃতীয় বিয়ে দিতে রাজি না হওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

পোস্ট হয়েছে : ১২:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জুন) ভোররাতে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে রিফাতের বাবা আজিজুল হক মারা যান। এরপর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। পরপর দুটি বিয়ে করেন। চলতি বছরের শুরুতে প্রথম স্ত্রীকে এবং মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর ফের বিয়ে করতে চাইলে পরিবার আপত্তি জানায়। এরপর থেকেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন রিফাত।

এসব নিয়ে শুক্রবার রাতে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয় রিফাতের। এ কারণে রাত ১০টার দিকে রিফাত নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর রাত ৩টা পর্যন্ত রিফাতের মা তার কাছে বসে ছিলেন। হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লে রিফাত আবারও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালের দিকে পরিবারের লোকজন টের পায়।

এ বিষয়ে রিফাতের মা আনোয়ারা খাতুন বলেন, ‘পরপর দুইটি বিয়ে করে রিফাত। পরে দুই বউকেই তালাক দেয় সে। এখন তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় রাগে, ক্ষোভে আত্মহত্যা করেছে সে।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজনেস আওয়ার/১১ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: