ঢাকা , মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের প্রভাবে বাড়লো রিজার্ভ

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

ঈদ ছাড়াও রিজার্ভ বাড়ার আরেকটি কারণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলার গতকাল সোমবার রিজার্ভে যোগ হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। গতকাল সোমবার রিজার্ভ ৩১ দমমিক ১৫ বিলিয়ন ডলারে পৌছেছে। যা গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯ ছিল ৮৩ বিলিয়ন ডলার।

ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এমনিতেই বাড়ে জানিয়ে ব্যাংকাররা বলছেন, গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। অথচ আগের বছরের এপ্রিলে যেখানে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এবছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রবাসীদের প্রভাবে বাড়লো রিজার্ভ

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ২০০ কোটি ২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

ঈদ ছাড়াও রিজার্ভ বাড়ার আরেকটি কারণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলার গতকাল সোমবার রিজার্ভে যোগ হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। গতকাল সোমবার রিজার্ভ ৩১ দমমিক ১৫ বিলিয়ন ডলারে পৌছেছে। যা গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯ ছিল ৮৩ বিলিয়ন ডলার।

ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এমনিতেই বাড়ে জানিয়ে ব্যাংকাররা বলছেন, গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। অথচ আগের বছরের এপ্রিলে যেখানে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এবছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: