ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি হলেও ঈদগাহে নামাজের সমস্যা হবে না

  • পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদন : ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার স্বার্থে চেক করে জাতীয় ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। বুধবার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল ঈদুল আজহা। ঢাকায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃষ্টি হলেও নামাজের কোনো সমস্যা হবে না।

আরও বলেন, ৫টি জায়গায় গাড়ি পার্কিং করা যাবে। সেখান থেকে হেঁটে জাতীয় ঈদগাহে আসতে হবে। জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা থাকলে তারা ব্যবস্থা নেবে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, আমরা সবধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসা বাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করে তা জানানো হয়েছে।

আরও বলেন, রাজধানীতে যেসব অপরাধীরা ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যেহেতু আদালত ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে তাই তাদের জামিন পাওয়ার সুযোগ নেই। তবে যেসব অপরাধীরা এখনও আছে তাদের বিষয়ে নজরদারি থাকবে। চেকপোস্টের বিষয়ে তিনি বলেন, সবসময় একই স্থানে দীর্ঘ সময় চেকপোস্ট রাখা হয় না। এটা আমাদের একটি কৌশল।

বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বৃষ্টি হলেও ঈদগাহে নামাজের সমস্যা হবে না

পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদন : ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার স্বার্থে চেক করে জাতীয় ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। বুধবার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল ঈদুল আজহা। ঢাকায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃষ্টি হলেও নামাজের কোনো সমস্যা হবে না।

আরও বলেন, ৫টি জায়গায় গাড়ি পার্কিং করা যাবে। সেখান থেকে হেঁটে জাতীয় ঈদগাহে আসতে হবে। জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা থাকলে তারা ব্যবস্থা নেবে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, আমরা সবধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসা বাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করে তা জানানো হয়েছে।

আরও বলেন, রাজধানীতে যেসব অপরাধীরা ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যেহেতু আদালত ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে তাই তাদের জামিন পাওয়ার সুযোগ নেই। তবে যেসব অপরাধীরা এখনও আছে তাদের বিষয়ে নজরদারি থাকবে। চেকপোস্টের বিষয়ে তিনি বলেন, সবসময় একই স্থানে দীর্ঘ সময় চেকপোস্ট রাখা হয় না। এটা আমাদের একটি কৌশল।

বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: