ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

  • পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • 6

বিজনেস আওয়ার ডেস্ক: যানযটের ভোগান্তি থেকে মুক্তি দিতে, উড়ন্ত গাড়ি ওড়ানোর স্বপ্ন সত্য হওয়ার পথে আরেও এক ধাপ এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র। উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে, দেশটির আকাশে উড়ন্ত গাড়ির দেখা মিলবে।

অ্যাভিয়েশন ল’ ফার্ম অ্যারো ল সেন্টার অনুযায়ী, মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’-এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত যানবাহনকে ছাড়পত্র দিল। যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।

মঙ্গলবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। তবে ‘আলেফ অ্যারোনটিক্স’ এখনো এ গাড়ির বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা শুরু হবে। এর আগে, আলেফের তৈরি গাড়িটি ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল। বৈদ্যুতিক এ গাড়িটি একবার চার্জ দিলে ১৭৭ কিলোমিটার আকাশপথে ও ৩২২ কিলোমিটার সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

এ অনুমতি পাওয়া গেলেও মার্কিন সরকার জানিয়েছে, প্রস্তুতকারী সংস্থা আলেফ-কে উড়ন্ত গাড়ির লোকেশন এবং ব্যবহারের উদ্দেশ্য সীমিত রাখতে হবে। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা আলেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, এ গাড়ি শতভাগ বৈদ্যুতিক। একসঙ্গে ২ জন মানুষকে সঙ্গে নিতে পারে। এ গাড়ির মাধ্যমে শুধু ভিড় এড়ানোই সহজ হবে না, সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা হ্রাস পাবে। গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও দাবি, ব্যক্তিগত গ্রাহক এবং করপোরেট গ্রাহক মিলিয়ে এখন পর্যন্ত তারা ৪৪০টি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছেন।

বিজনেস আওয়ার/৯ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: যানযটের ভোগান্তি থেকে মুক্তি দিতে, উড়ন্ত গাড়ি ওড়ানোর স্বপ্ন সত্য হওয়ার পথে আরেও এক ধাপ এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র। উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে, দেশটির আকাশে উড়ন্ত গাড়ির দেখা মিলবে।

অ্যাভিয়েশন ল’ ফার্ম অ্যারো ল সেন্টার অনুযায়ী, মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’-এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত যানবাহনকে ছাড়পত্র দিল। যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।

মঙ্গলবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। তবে ‘আলেফ অ্যারোনটিক্স’ এখনো এ গাড়ির বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা শুরু হবে। এর আগে, আলেফের তৈরি গাড়িটি ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল। বৈদ্যুতিক এ গাড়িটি একবার চার্জ দিলে ১৭৭ কিলোমিটার আকাশপথে ও ৩২২ কিলোমিটার সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

এ অনুমতি পাওয়া গেলেও মার্কিন সরকার জানিয়েছে, প্রস্তুতকারী সংস্থা আলেফ-কে উড়ন্ত গাড়ির লোকেশন এবং ব্যবহারের উদ্দেশ্য সীমিত রাখতে হবে। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা আলেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, এ গাড়ি শতভাগ বৈদ্যুতিক। একসঙ্গে ২ জন মানুষকে সঙ্গে নিতে পারে। এ গাড়ির মাধ্যমে শুধু ভিড় এড়ানোই সহজ হবে না, সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা হ্রাস পাবে। গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও দাবি, ব্যক্তিগত গ্রাহক এবং করপোরেট গ্রাহক মিলিয়ে এখন পর্যন্ত তারা ৪৪০টি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছেন।

বিজনেস আওয়ার/৯ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: