ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. আনিছুর রহমান

  • পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • 9

বিজনেস আওয়ার ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

শনিবার (১৫ জুলাই) সকালে তিনি কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।

আনুষ্ঠানিকভাবে যোগদানের পর অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এরপর নবনিযুক্ত কোষাধ্যক্ষ যবিপ্রবি পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল থেকেও নবনিযুক্ত কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুপুরে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনও অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

অধ্যাপক ড. আনিছুর রহমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় গ্রেড মর্যাদাসম্পন্ন অধ্যাপক। তিনি ২০০৯ সালে এ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান অনুষদের ডিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি একাধারে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য, হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। যবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি ১২ বছরের অধিক সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি যবিপ্রবি শিক্ষক সমিতির দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. আনিছুর রহমান

পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

শনিবার (১৫ জুলাই) সকালে তিনি কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ১৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।

আনুষ্ঠানিকভাবে যোগদানের পর অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এরপর নবনিযুক্ত কোষাধ্যক্ষ যবিপ্রবি পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল থেকেও নবনিযুক্ত কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুপুরে যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনও অধ্যাপক ড. মো. আনিছুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

অধ্যাপক ড. আনিছুর রহমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় গ্রেড মর্যাদাসম্পন্ন অধ্যাপক। তিনি ২০০৯ সালে এ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান অনুষদের ডিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি একাধারে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য, হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। যবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি ১২ বছরের অধিক সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি যবিপ্রবি শিক্ষক সমিতির দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: