ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার চমক

  • পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 9

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস দুই ক্রিকেটার ওপেনার ফারজানা হক পিংকি এবং স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তার।

মঙ্গলবার (২৫ জুলাই) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ।

অন্যদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।

গত শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা। ১৫৬ বলে শত রান করেন। এতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। পরে ভারতও রান তাড়ায় ২২৫ রানের বেশি করতে পারেনি। ফলে ড্রতেই নিষ্পত্তি হয় টানটান উত্তেজনার ম্যাচটি। সিরিজসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান ফারজানা।

এদিকে, স্মরণীয় এই সিরিজে তিন ম্যাচে নাহিদার শিকার ৬ উইকেট। ফারজানার সেঞ্চুরির ম্যাচেও ৩৭ রানে তিনি ৩ উইকেট পেয়েছেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে স্রেফ ১ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার।

এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।

বিজনেস আওয়ার/ ২৫ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার চমক

পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস দুই ক্রিকেটার ওপেনার ফারজানা হক পিংকি এবং স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তার।

মঙ্গলবার (২৫ জুলাই) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ।

অন্যদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।

গত শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা। ১৫৬ বলে শত রান করেন। এতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। পরে ভারতও রান তাড়ায় ২২৫ রানের বেশি করতে পারেনি। ফলে ড্রতেই নিষ্পত্তি হয় টানটান উত্তেজনার ম্যাচটি। সিরিজসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান ফারজানা।

এদিকে, স্মরণীয় এই সিরিজে তিন ম্যাচে নাহিদার শিকার ৬ উইকেট। ফারজানার সেঞ্চুরির ম্যাচেও ৩৭ রানে তিনি ৩ উইকেট পেয়েছেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে স্রেফ ১ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার।

এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।

বিজনেস আওয়ার/ ২৫ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: