ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী-শুদ্ধাচার পুরস্কার দিল বিএসইসি

  • পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বাংলাদেশের শেয়ারবাজারে কর্মরত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিচার-বিশ্লেষনের ভিত্তিতে তিন ক্যাটাগরিতে ৯টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার এবং বিএসইসির তিন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার, ২০২২-২৩ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শেরে-বাংলা- নগরে অবস্থিতি ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহকে ‘স্টক ব্রোকার ও ডিলার’, ‘মার্চেন্ট ব্যাংকার’ ও ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

স্টক ব্রোকার ও ডিলার ক্যাটাগরিতে ইবিএল সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিকে এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও ইমিনেন্ট সিকিউরিটিজকে পুরস্কার প্রদান করা হয়।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টকে পুরস্কার প্রদান করা হয়।

বিএসইসি কর্মচারীদের মধ্যে সংস্থাটির নির্বাহী পরিচালক ড.এ.টি. এম তারিকুজ্জামান, বিএসইসর ব্যক্তিগত কর্মকর্তা বিপ্লব কুমার ও বিএসইসির অফিস সহায়ক সবুজ মিয়াকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী-শুদ্ধাচার পুরস্কার দিল বিএসইসি

পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বাংলাদেশের শেয়ারবাজারে কর্মরত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিচার-বিশ্লেষনের ভিত্তিতে তিন ক্যাটাগরিতে ৯টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার এবং বিএসইসির তিন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার, ২০২২-২৩ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর শেরে-বাংলা- নগরে অবস্থিতি ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহকে ‘স্টক ব্রোকার ও ডিলার’, ‘মার্চেন্ট ব্যাংকার’ ও ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

স্টক ব্রোকার ও ডিলার ক্যাটাগরিতে ইবিএল সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও ইসলামী ব্যাংক সিকিউরিটিকে এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও ইমিনেন্ট সিকিউরিটিজকে পুরস্কার প্রদান করা হয়।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট ও লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্টকে পুরস্কার প্রদান করা হয়।

বিএসইসি কর্মচারীদের মধ্যে সংস্থাটির নির্বাহী পরিচালক ড.এ.টি. এম তারিকুজ্জামান, বিএসইসর ব্যক্তিগত কর্মকর্তা বিপ্লব কুমার ও বিএসইসির অফিস সহায়ক সবুজ মিয়াকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: