ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বীমায় রক্ষা শেয়ারবাজার

  • পোস্ট হয়েছে : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুলাই) পতন দিয়ে শুরু হয়েছিল শেয়ারবাজারের লেনদেন। এরপর কখনো উত্থান আবার কথনো পতন হয়েছে। তবে বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে পতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার। এর ফলে টানা তিন কার্যদিবস পতনে আবদ্ধ থাকা শেয়ারবাজার উত্থানের আলো দেখলো।

আজ শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে যে পরিমাণের শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

এদিন বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, কমেছে ১৮টির আর ৮টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে মোট ৮৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে বীমা খাতের ৩১টি। যা শতাংশ হিসেবে ৩৬ শতাংশ। আর এই বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে শেয়ারবাজার পতন থেকে রক্ষা পেয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৩২.৫২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৩.২০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৬০.৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির বা ২৫.০৭ শতাংশের। এছাড়া দর কমেছে ৭২টির বা ২০.৭৫ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির বা ৫৪.১৮ শতাংশের।

আজ ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২২ কোটি ০৩ লাখ টাকা কম। আগের কার্যদিবসের লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০.৩২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ০.৫০ পয়েন্ট ও সিএসআই ০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৮৪.৪৪ পয়েন্টে ও ১ হাজার ১৭৩.৮১ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.১৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৩.৭৬ পয়েন্টে ও ১৩ হাজার ৩৪৪.৮০ পয়েন্টে।

সিএসইতে আজ ১৮৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ৪৪টির এবং ৭১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বীমায় রক্ষা শেয়ারবাজার

পোস্ট হয়েছে : ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জুলাই) পতন দিয়ে শুরু হয়েছিল শেয়ারবাজারের লেনদেন। এরপর কখনো উত্থান আবার কথনো পতন হয়েছে। তবে বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে পতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার। এর ফলে টানা তিন কার্যদিবস পতনে আবদ্ধ থাকা শেয়ারবাজার উত্থানের আলো দেখলো।

আজ শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে যে পরিমাণের শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

এদিন বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, কমেছে ১৮টির আর ৮টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে মোট ৮৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে বীমা খাতের ৩১টি। যা শতাংশ হিসেবে ৩৬ শতাংশ। আর এই বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে শেয়ারবাজার পতন থেকে রক্ষা পেয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৩২.৫২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৩.২০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৬০.৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির বা ২৫.০৭ শতাংশের। এছাড়া দর কমেছে ৭২টির বা ২০.৭৫ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির বা ৫৪.১৮ শতাংশের।

আজ ডিএসইতে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২২ কোটি ০৩ লাখ টাকা কম। আগের কার্যদিবসের লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০.৩২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ০.৫০ পয়েন্ট ও সিএসআই ০.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৮৪.৪৪ পয়েন্টে ও ১ হাজার ১৭৩.৮১ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ০.১৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৩.৭৬ পয়েন্টে ও ১৩ হাজার ৩৪৪.৮০ পয়েন্টে।

সিএসইতে আজ ১৮৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ৪৪টির এবং ৭১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: