ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নোমানের ৭ উইকেটে পাকিস্তানের রেকর্ড জয়

  • পোস্ট হয়েছে : ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • 6

স্পোর্টস ডেস্ক: কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারায় বাবর আজমের দল। লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৬৬ রানে থামিয়ে পাকিস্তান ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৫৭৬ রানে। প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংস তারা গুঁড়িয়ে দিল ১৮৮ রানে। ইনিংস ও ২২২ রানে কলম্বো টেস্ট ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।

উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।

ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।

সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।

বিজনেস আওয়ার/ ২৭ জুলাই,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নোমানের ৭ উইকেটে পাকিস্তানের রেকর্ড জয়

পোস্ট হয়েছে : ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারায় বাবর আজমের দল। লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৬৬ রানে থামিয়ে পাকিস্তান ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৫৭৬ রানে। প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংস তারা গুঁড়িয়ে দিল ১৮৮ রানে। ইনিংস ও ২২২ রানে কলম্বো টেস্ট ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।

উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।

ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।

সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।

বিজনেস আওয়ার/ ২৭ জুলাই,২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: