ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মরক্কোর হিজাব পরা বেনজিনা

  • পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 7

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল বিশ্বকাপেও চমকে দিচ্ছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছে প্রথম জয়ের দেখা। সেই ম্যাচে হিজাব পরে মাঠে নেমে আরও এক ইতিহাস গড়লেন নুইহাইলা বেনজিনা। তাদের এই দ্বৈত ইতিহাসের দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ার।

রোববার অস্ট্রেলিয়ার হাইন্ডমার্শ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। একমাত্র জয়সূচক গোলটি করেন ইবতিশাম জিরাইদি। চতুর্থবারের মত বিশ্বকাপে খেলতে আসা দক্ষিণ কোরিয়াকে কিছু বুঝে উঠে আগেই ব্যাকফুটে ঠেলে দেন মরোক্কান ফরোয়ার্ড ইবতিসাম জারাইদি। আইত এল হাজের ক্রসে বলে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ৩০ বছর বয়সী এই তারকা।

ওই এক গোলেই শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। এদিন ডিফেন্সে ছিলেন নোহাইলা বেনজিনা। মাঠে নেমেই যিনি গড়েছেন ইতিহাস। ২০১৪ সালে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার পর এবারই প্রথম কোন নারী ফুটবল বিশ্বকাপে হাজির হয়েছেন হিজাব মাথায় নিয়ে।
জার্মানির বিপক্ষে পরাজিত হওয়া মরক্কোর প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন না বেনজিনা। প্রথমবারের মতো খেলতে এসেই জার্মান নারীদের কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছিল তারা। তবে রবিবারের ম্যাচে রক্ষণে ফিরিয়ে আনা হলো বেনজিনাকে। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।

২০০৭ সালে ফুটবল মাঠে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা দেয় ফিফা। পাঁচ বছর পর ২০১২ সালে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। পরবর্তীতে ২০১৪ সালে ফিফাও সেই পথে হাঁটে। যদিও এরপর কোনো হিজাবধারী ফুটবলারকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে দেখা যায়নি।

ইতিহাস গড়ার দিনে ডিফেন্ডার হয়েও গোল পেয়ে যেতে পারতেন বেনজিনা। কিন্তু সুযোগ হাতছাড়া করায় গোলটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি তার। অবশ্য ম্যাচ শেষে জয়ের স্বস্তিটা ঠিকই পেয়েছেন নোহাইলা বেনজিনা।

এই জয়ের পর ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাবার আশা বাঁচিয়ে রেখেছে মরক্কো। গ্রুপের শীর্ষে আছে জার্মানি ও কলম্বিয়া। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই দলই আছে নকআউটের রেসে। তবে, গোল ব্যবধানের কারণে শীর্ষে আছে জার্মানি। আর দুই ম্যাচে দুই হারের সুবাদে এই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হলো দক্ষিণ কোরিয়ার।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মরক্কোর হিজাব পরা বেনজিনা

পোস্ট হয়েছে : ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল বিশ্বকাপেও চমকে দিচ্ছে মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছে প্রথম জয়ের দেখা। সেই ম্যাচে হিজাব পরে মাঠে নেমে আরও এক ইতিহাস গড়লেন নুইহাইলা বেনজিনা। তাদের এই দ্বৈত ইতিহাসের দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ার।

রোববার অস্ট্রেলিয়ার হাইন্ডমার্শ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায় মরক্কো। একমাত্র জয়সূচক গোলটি করেন ইবতিশাম জিরাইদি। চতুর্থবারের মত বিশ্বকাপে খেলতে আসা দক্ষিণ কোরিয়াকে কিছু বুঝে উঠে আগেই ব্যাকফুটে ঠেলে দেন মরোক্কান ফরোয়ার্ড ইবতিসাম জারাইদি। আইত এল হাজের ক্রসে বলে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ৩০ বছর বয়সী এই তারকা।

ওই এক গোলেই শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। এদিন ডিফেন্সে ছিলেন নোহাইলা বেনজিনা। মাঠে নেমেই যিনি গড়েছেন ইতিহাস। ২০১৪ সালে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার পর এবারই প্রথম কোন নারী ফুটবল বিশ্বকাপে হাজির হয়েছেন হিজাব মাথায় নিয়ে।
জার্মানির বিপক্ষে পরাজিত হওয়া মরক্কোর প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন না বেনজিনা। প্রথমবারের মতো খেলতে এসেই জার্মান নারীদের কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখ দেখেছিল তারা। তবে রবিবারের ম্যাচে রক্ষণে ফিরিয়ে আনা হলো বেনজিনাকে। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।

২০০৭ সালে ফুটবল মাঠে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা দেয় ফিফা। পাঁচ বছর পর ২০১২ সালে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। পরবর্তীতে ২০১৪ সালে ফিফাও সেই পথে হাঁটে। যদিও এরপর কোনো হিজাবধারী ফুটবলারকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে দেখা যায়নি।

ইতিহাস গড়ার দিনে ডিফেন্ডার হয়েও গোল পেয়ে যেতে পারতেন বেনজিনা। কিন্তু সুযোগ হাতছাড়া করায় গোলটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি তার। অবশ্য ম্যাচ শেষে জয়ের স্বস্তিটা ঠিকই পেয়েছেন নোহাইলা বেনজিনা।

এই জয়ের পর ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাবার আশা বাঁচিয়ে রেখেছে মরক্কো। গ্রুপের শীর্ষে আছে জার্মানি ও কলম্বিয়া। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই দলই আছে নকআউটের রেসে। তবে, গোল ব্যবধানের কারণে শীর্ষে আছে জার্মানি। আর দুই ম্যাচে দুই হারের সুবাদে এই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হলো দক্ষিণ কোরিয়ার।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: