ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

১ ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড

  • পোস্ট হয়েছে : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 4

স্পোর্টস ডেস্ক: আধুনিক ক্রিকেটের যুগে বিধ্বংসী মেজাজের ব্যাটিং তো অনেকেই দেখেছেন। অথচ আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতাল যা দেখালেন, এই দৃশ্য ক্রিকেট দুনিয়া কখনো দেখেনি! বিধ্বংসী ব্যাটিংকে অবিশ্বাস্য দৃশ্যপটে আঁকা এই আফগান ক্রিকেটার এক ওভারেই নিয়েছেন ৪৮ রান, হাঁকিয়েছেন মোট ৭টি ছক্কা।

আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে ১ ওভারে ৪৮ রান খরচ করেছেন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাই।

গতকাল এই রানের ঝড় চালিয়েছেন শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল। সাদিকুল্লাহ আফগানিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওই ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন।

ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলীয় রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই, সেই বলে ছক্কা হাঁকান সাদিকুল্লাহ।

জাজাই পরের বলটি করেন ওয়াইড, কিপার ধরতে না পারায় অতিরিক্ত আরও ৪ রান। ফলে কোনো বৈধ বল করার আগেই ১২ রান দেন এই স্পিনার। এর পরের ৬ বলে ৬টি ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। ওই ওভারে ৪৮ রান সংগ্রহ করে শাহিন হান্টারস।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত আফগানিস্তানের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা সাদিকুল্লাহ।

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারে এর আগে আইপিএলে ৩৭ রান করে করেন ক্রিস গেইল ও রবিন্দ্র জাদেজা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে (৩৬) দুইবার। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথম ৬ ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ার ১ ওভারে ছয়টি ছক্কা হাঁকান উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১ ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড

পোস্ট হয়েছে : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: আধুনিক ক্রিকেটের যুগে বিধ্বংসী মেজাজের ব্যাটিং তো অনেকেই দেখেছেন। অথচ আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতাল যা দেখালেন, এই দৃশ্য ক্রিকেট দুনিয়া কখনো দেখেনি! বিধ্বংসী ব্যাটিংকে অবিশ্বাস্য দৃশ্যপটে আঁকা এই আফগান ক্রিকেটার এক ওভারেই নিয়েছেন ৪৮ রান, হাঁকিয়েছেন মোট ৭টি ছক্কা।

আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে ১ ওভারে ৪৮ রান খরচ করেছেন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাই।

গতকাল এই রানের ঝড় চালিয়েছেন শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল। সাদিকুল্লাহ আফগানিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওই ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন।

ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলীয় রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই, সেই বলে ছক্কা হাঁকান সাদিকুল্লাহ।

জাজাই পরের বলটি করেন ওয়াইড, কিপার ধরতে না পারায় অতিরিক্ত আরও ৪ রান। ফলে কোনো বৈধ বল করার আগেই ১২ রান দেন এই স্পিনার। এর পরের ৬ বলে ৬টি ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। ওই ওভারে ৪৮ রান সংগ্রহ করে শাহিন হান্টারস।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত আফগানিস্তানের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা সাদিকুল্লাহ।

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারে এর আগে আইপিএলে ৩৭ রান করে করেন ক্রিস গেইল ও রবিন্দ্র জাদেজা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে (৩৬) দুইবার। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথম ৬ ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ার ১ ওভারে ছয়টি ছক্কা হাঁকান উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

বিজনেস আওয়ার/৩০ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: