ঢাকা , মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ারের শেষ বলে ছক্কা মেরে রেকর্ড গড়লেন ‘জন ব্রড’

  • পোস্ট হয়েছে : ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • 9

স্পোর্টস ডেস্ক: ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন জন ব্রড। ইংলিশ পেসার ঝলমলে সব পরিসংখ্যান সঙ্গী করেই বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে ৬ বলে ৬ ছক্কা খেয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছিলেন ডানহাতি পেসার। এবার ক্যারিয়ারের ইতিও টানলেন ছক্কায়।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় বলে ৬ ছক্কা খেয়েছিলেন ব্রড। অনেকেই তখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন। তবে ব্রড থামেননি, ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তুলে নিয়েছেন ৮০০’র বেশি উইকেট। এক কথায়, কিংবদন্তির ট্যাগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন ব্রড।

শনিবার (২৯ জুলাই) অ্যাশেজের তৃতীয় দিনের খেলা শেষে তিনি জানান, এই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

বোলিংটা দারুণ দক্ষতায় করলেও ব্যাটিংয়ে একদমই খারাপ না ব্রড। টেইলেন্ডার হিসেবে বেশ ভালোই কাজে আসেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান আছে চার হাজারেরও বেশি। টেস্টে এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ১৩টি। ‘পার্ট টাইম’ এই ব্যাটার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও করলেন দারুণভাবে, ছক্কা মেরে।

রোববার (৩০ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন ব্রড। শেষ ইনিংসে ৮ বলে ৮ রান করে অপরাজি ছিলেন বাঁহাতি এই ব্যাটার। নিজের খেলা প্রথম সাত বলে ২ রান করলেও শেষ বলে ছক্কা মারেন তিনি। পরের ওভারে উইকেটের অন্যপ্রান্তে থাকা অ্যান্ডারসন আউট হলে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে শেষটায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ব্রড।

এর আগে প্রথম ইনিংসে ৫ বলে ৭ রান করেন ব্রড। সেই ইনিংসেও একটা চারের মার ছিল তার।

এদিকে, অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। বৃষ্টির কারণে চতুর্থ দিনের তৃতীয় সেশনে খেলা হয়নি। ৩৮৪ রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করেছে অজিরা। ৯৯ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার, আর ধারাবাহিক ক্রিকেট খেলে আসা উসমান খাজা অপরাজিত ৬৯ রানে। শেষদিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৪৯ রান আর ইংল্যান্ডের দরকার ১০ উইকেট।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্যারিয়ারের শেষ বলে ছক্কা মেরে রেকর্ড গড়লেন ‘জন ব্রড’

পোস্ট হয়েছে : ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক: ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানছেন জন ব্রড। ইংলিশ পেসার ঝলমলে সব পরিসংখ্যান সঙ্গী করেই বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে ৬ বলে ৬ ছক্কা খেয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছিলেন ডানহাতি পেসার। এবার ক্যারিয়ারের ইতিও টানলেন ছক্কায়।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় বলে ৬ ছক্কা খেয়েছিলেন ব্রড। অনেকেই তখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন। তবে ব্রড থামেননি, ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তুলে নিয়েছেন ৮০০’র বেশি উইকেট। এক কথায়, কিংবদন্তির ট্যাগ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন ব্রড।

শনিবার (২৯ জুলাই) অ্যাশেজের তৃতীয় দিনের খেলা শেষে তিনি জানান, এই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

বোলিংটা দারুণ দক্ষতায় করলেও ব্যাটিংয়ে একদমই খারাপ না ব্রড। টেইলেন্ডার হিসেবে বেশ ভালোই কাজে আসেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান আছে চার হাজারেরও বেশি। টেস্টে এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ১৩টি। ‘পার্ট টাইম’ এই ব্যাটার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও করলেন দারুণভাবে, ছক্কা মেরে।

রোববার (৩০ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন ব্রড। শেষ ইনিংসে ৮ বলে ৮ রান করে অপরাজি ছিলেন বাঁহাতি এই ব্যাটার। নিজের খেলা প্রথম সাত বলে ২ রান করলেও শেষ বলে ছক্কা মারেন তিনি। পরের ওভারে উইকেটের অন্যপ্রান্তে থাকা অ্যান্ডারসন আউট হলে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে শেষটায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ব্রড।

এর আগে প্রথম ইনিংসে ৫ বলে ৭ রান করেন ব্রড। সেই ইনিংসেও একটা চারের মার ছিল তার।

এদিকে, অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। বৃষ্টির কারণে চতুর্থ দিনের তৃতীয় সেশনে খেলা হয়নি। ৩৮৪ রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান করেছে অজিরা। ৯৯ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার, আর ধারাবাহিক ক্রিকেট খেলে আসা উসমান খাজা অপরাজিত ৬৯ রানে। শেষদিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৪৯ রান আর ইংল্যান্ডের দরকার ১০ উইকেট।

বিজনেস আওয়ার/৩১ জুলাই, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: