ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

  • পোস্ট হয়েছে : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • 6

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ক্রিকেট কিংবা ফুটবল সব ধরনের খেলায়ই বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। এরই ধারাবাহিকতায় ৭-৯ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফিটি।

আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসবে ট্রফিটি। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

মঙ্গলবার (১ আগস্ট) গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, আইসিসির ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি পাঠানো হচ্ছে। ইতোপূর্বেও আইসিসি এ ধরণের কার্যক্রম নিয়েছিল, এটা আইসিসির একটা ক্যাম্পেইন। আমাদের দেশে ৭ই আগস্ট আসবে এবং ৯ তারিখে চলে যাবে।

এখন বিশ্বকাপের ট্রফ’টি রয়েছে পাকিস্তানে, এরপর যাবে শ্রীলঙ্কায়। তারপর আসবে বাংলাদেশে, এখান থেকে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবমিলিয়ে বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের এবারের আসর।

গতবার বাংলাদেশের সংসদ ভবনের সামনে তোলা হয়েছিল। এবার বিসিবির আগ্রহে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতুর সামনে ছবি তোলা হবে।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

পোস্ট হয়েছে : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ক্রিকেট কিংবা ফুটবল সব ধরনের খেলায়ই বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। এরই ধারাবাহিকতায় ৭-৯ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফিটি।

আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসবে ট্রফিটি। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

মঙ্গলবার (১ আগস্ট) গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, আইসিসির ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি পাঠানো হচ্ছে। ইতোপূর্বেও আইসিসি এ ধরণের কার্যক্রম নিয়েছিল, এটা আইসিসির একটা ক্যাম্পেইন। আমাদের দেশে ৭ই আগস্ট আসবে এবং ৯ তারিখে চলে যাবে।

এখন বিশ্বকাপের ট্রফ’টি রয়েছে পাকিস্তানে, এরপর যাবে শ্রীলঙ্কায়। তারপর আসবে বাংলাদেশে, এখান থেকে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবমিলিয়ে বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের এবারের আসর।

গতবার বাংলাদেশের সংসদ ভবনের সামনে তোলা হয়েছিল। এবার বিসিবির আগ্রহে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতুর সামনে ছবি তোলা হবে।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: