ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের সঙ্গে বিসিবির বৈঠক বিকেলে

  • পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • 11

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বিসিবি। তামিমের বর্তমান যে পরিস্থিতি তাতে আসন্ন টুর্নামেন্ট ও সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। শুধু তাই নয় আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন এই উদ্বোধনী ব্যাটার।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে ছুটিতে যান দেড় মাসের জন্য।
পরিবার নিয়ে ছুটি কাটানোর পর লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন। তবে তার ক্রিকেটে ফেরার দিনক্ষণের নিশ্চয়তা মিলছে না। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা তামিমেরই।

এ বিষয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব ধোঁয়াশা কাটাতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসার কথা আগেই জানিয়েছিলেন তামিম। এই বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবারই। এরপরই বিশ্বকাপ ও এশিয়া কাপের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

কোথায়, কখন বৈঠক হবে সেটি জানা যায়নি। তবে শুরুতে জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর তামিম কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তাদের।

বিসিবি সূত্রটি জানিয়ে দিয়েছেন, সাংবাদিকরা যাতে সময় নিয়ে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হতে পারেন, সে অনুযায়ী ঘোষণা দেয়া হবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা।

বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তামিমের সঙ্গে বিসিবির বৈঠক বিকেলে

পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বিসিবি। তামিমের বর্তমান যে পরিস্থিতি তাতে আসন্ন টুর্নামেন্ট ও সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। শুধু তাই নয় আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন এই উদ্বোধনী ব্যাটার।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে ছুটিতে যান দেড় মাসের জন্য।
পরিবার নিয়ে ছুটি কাটানোর পর লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন। তবে তার ক্রিকেটে ফেরার দিনক্ষণের নিশ্চয়তা মিলছে না। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা তামিমেরই।

এ বিষয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব ধোঁয়াশা কাটাতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসার কথা আগেই জানিয়েছিলেন তামিম। এই বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবারই। এরপরই বিশ্বকাপ ও এশিয়া কাপের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

কোথায়, কখন বৈঠক হবে সেটি জানা যায়নি। তবে শুরুতে জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর তামিম কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তাদের।

বিসিবি সূত্রটি জানিয়ে দিয়েছেন, সাংবাদিকরা যাতে সময় নিয়ে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হতে পারেন, সে অনুযায়ী ঘোষণা দেয়া হবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা।

বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: