ঢাকা , সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারালেন ভক্ত

  • পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক : এক ভক্ত চাকরি খোয়ানোর ঝুঁকি জেনেও লিওনেল মেসির অটোগ্রাফ নিতে পিছপা হননি। যার ফলশ্রুতিতে চাকরির প্রথম দিনই ছাঁটাই। বৃহস্পতিবার ইন্টার মিয়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ঘটেছে এমন ঘটনা। সেদিন লিগস কাপে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিল মেসিদের ম্যাচ।

ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের কলম্বিয়ান এক নাগরিক সে সময় স্টেডিয়াম এলাকায় ক্লিনারের কাজ করছিলেন। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে যারা কাজ করেন, তাদের সবাইকে বলা হয় পেশাদার আচরণ বজায় রাখতে। নিয়ম হলো, মাঠে আসা কোনো খেলোয়াড়কে বিরক্ত করা যাবে না। কিন্তু মেসিকে দেখে সেই নিয়ম মানতে পারেননি এই কলম্বিয়ান।

মেসিকে সামনে দেখে এই যে বিশ্বচ্যাম্পিয়ন বলে ডাক হাঁকেন সালামাঞ্চা। মেসিও তার ডাক শুনে ফিরে তাকান। সালামাঞ্চার আবদার মেনে অটোগ্রাফ দেন তার পরনে থাকা আর্জেন্টিনার জার্সিতে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে লা নেসিয়ানকে সালামাঞ্চা বলেছেন, যেখানে বাস পার্ক করে, সেখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়েছিল। সৌভাগ্যবশত, আমি যখন সেখানে গিয়েছিলাম, তখন বাসটা এসেছিল এবং সব খেলোয়াড় বেরিয়ে আসছিলেন। সবার শেষেই বেরিয়ে আসেন মেসি।

সুযোগটি হাতছাড়া করতে চাননি সালামাঞ্চা। আমি ওপরের ইউনিফর্মটি ওপরে তুলে ধরি, যার নিচে আর্জেন্টিনার জার্সি ছিল এবং আমার সঙ্গে একটা মার্কারও ছিল। তিনি আমাকে অটোগ্রাফ দিলেন, চোখেমুখে বিজয়ীর হাসি এনে বলেন ওই ভক্ত। এই ঘটনার জেরে চাকরিটাই হারাতে হয়েছে ওই কলম্বিয়ানকে। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই সালামাঞ্চার।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে এলেন। তারা আমাকে বাইরে নিয়ে গেলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন। কিন্তু এর প্রতিটি সেকেন্ড মূল্যবান ছিল। সূত্র: গোলডটকম

বিজনেস আওয়ার/৫ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারালেন ভক্ত

পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : এক ভক্ত চাকরি খোয়ানোর ঝুঁকি জেনেও লিওনেল মেসির অটোগ্রাফ নিতে পিছপা হননি। যার ফলশ্রুতিতে চাকরির প্রথম দিনই ছাঁটাই। বৃহস্পতিবার ইন্টার মিয়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ঘটেছে এমন ঘটনা। সেদিন লিগস কাপে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিল মেসিদের ম্যাচ।

ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের কলম্বিয়ান এক নাগরিক সে সময় স্টেডিয়াম এলাকায় ক্লিনারের কাজ করছিলেন। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে যারা কাজ করেন, তাদের সবাইকে বলা হয় পেশাদার আচরণ বজায় রাখতে। নিয়ম হলো, মাঠে আসা কোনো খেলোয়াড়কে বিরক্ত করা যাবে না। কিন্তু মেসিকে দেখে সেই নিয়ম মানতে পারেননি এই কলম্বিয়ান।

মেসিকে সামনে দেখে এই যে বিশ্বচ্যাম্পিয়ন বলে ডাক হাঁকেন সালামাঞ্চা। মেসিও তার ডাক শুনে ফিরে তাকান। সালামাঞ্চার আবদার মেনে অটোগ্রাফ দেন তার পরনে থাকা আর্জেন্টিনার জার্সিতে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে লা নেসিয়ানকে সালামাঞ্চা বলেছেন, যেখানে বাস পার্ক করে, সেখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়েছিল। সৌভাগ্যবশত, আমি যখন সেখানে গিয়েছিলাম, তখন বাসটা এসেছিল এবং সব খেলোয়াড় বেরিয়ে আসছিলেন। সবার শেষেই বেরিয়ে আসেন মেসি।

সুযোগটি হাতছাড়া করতে চাননি সালামাঞ্চা। আমি ওপরের ইউনিফর্মটি ওপরে তুলে ধরি, যার নিচে আর্জেন্টিনার জার্সি ছিল এবং আমার সঙ্গে একটা মার্কারও ছিল। তিনি আমাকে অটোগ্রাফ দিলেন, চোখেমুখে বিজয়ীর হাসি এনে বলেন ওই ভক্ত। এই ঘটনার জেরে চাকরিটাই হারাতে হয়েছে ওই কলম্বিয়ানকে। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই সালামাঞ্চার।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে এলেন। তারা আমাকে বাইরে নিয়ে গেলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন। কিন্তু এর প্রতিটি সেকেন্ড মূল্যবান ছিল। সূত্র: গোলডটকম

বিজনেস আওয়ার/৫ আগস্ট, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: