বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই আপত্তি জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, ঢাকা ডাইং কর্তৃপক্ষ ২০১০ সাল স্থায়ী সম্পদ পূণমূল্যায়ন করে। কিন্তু আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ি, স্থায়ী সম্পদের হিসাব বহির দর ও বাজার দরের মধ্যে যখন উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান হয়, তখন পূণ:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু ঢাকা ডাইংয়ে এ জাতীয় পার্থক্য হওয়া সত্ত্বেও পূণমূল্যায়ন করা হয়নি।
এই কোম্পানিটিতেই স্থায়ী সম্পদের রেজিস্টার ঠিকমতো রক্ষনাবেক্ষন করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৫৫ শতাংশ। কোম্পানিটির সোমবার (১২ জুলাই) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ২০.৫০ টাকায়।
আরও পড়ুন…….
ন্যাশনাল ফিডের কারখানায় প্রাণ গ্রুপের উৎপাদন
বারাকা পতেঙ্গার শেয়ার বিতরনে ১৫ লাখ শেয়ারের গরমিল করল ডিএসই
বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২১/আরএ
One thought on “ঢাকা ডাইংয়ে নিরীক্ষকের আপত্তি”