ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টুইটারের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা পাচ্ছেন ১০ কোটি ডলার

  • পোস্ট হয়েছে : ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ভার আসার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) যে তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে তারা বেশ বড় অঙ্কের অর্থ পাবেন ক্ষতিপূরণ হিসেবে।

সবমিলিয়ে তারা ১০ কোটি ডলারের বেশি অর্থ পাবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে টুইটারের চাকরির নিয়ম বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, চাকরিচ্যুত প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল পাবেন প্রায় ৪২ থেকে ৫০ মিলিয়ন ডলার, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল প্রায় ৩৭ মিলিয়ন ডলার এবং নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে প্রায় ১৭ মিলিয়ন ডলার পাবেন। এর সঙ্গে স্বাস্থ্যবীমা বাবদ তারা প্রত্যেকে প্রায় ৩১ হাজার ডলার অর্থ পাবেন।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। এরপর টুইটারে অনুমানের থেকেও কয়েকগুণ বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে দাবি করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে চলতি মাসের শুরুতে ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে আসেন তিনি। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন তিনি। এরপর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টুইটারের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা পাচ্ছেন ১০ কোটি ডলার

পোস্ট হয়েছে : ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের ভার আসার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) যে তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে তারা বেশ বড় অঙ্কের অর্থ পাবেন ক্ষতিপূরণ হিসেবে।

সবমিলিয়ে তারা ১০ কোটি ডলারের বেশি অর্থ পাবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে টুইটারের চাকরির নিয়ম বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, চাকরিচ্যুত প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল পাবেন প্রায় ৪২ থেকে ৫০ মিলিয়ন ডলার, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল প্রায় ৩৭ মিলিয়ন ডলার এবং নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে প্রায় ১৭ মিলিয়ন ডলার পাবেন। এর সঙ্গে স্বাস্থ্যবীমা বাবদ তারা প্রত্যেকে প্রায় ৩১ হাজার ডলার অর্থ পাবেন।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। এরপর টুইটারে অনুমানের থেকেও কয়েকগুণ বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে দাবি করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে চলতি মাসের শুরুতে ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে আসেন তিনি। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন তিনি। এরপর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: