ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতা ও বিশৃঙ্খলা রোধে প্রস্তুত র‌্যাবের রোবাস্ট পেট্রোল

  • পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা যেন না হয় সে ব্যাপারে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বর মেন রোডে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান। এ সময় র‍্যাব-৪ এর রোবাস্ট পেট্রোল টিমের একটি বিশেষ মহড়াও প্রদর্শন করা হয়।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড় বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতোয়েন করেছে র‌্যাব। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সে লক্ষ্যে সারাদেশে একযোগে কাজ করছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, এছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি ও ছিনতাই রোধে নিয়মিত র‌্যাব-৪ এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় নানা স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবে র‌্যাব।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, রোবাস্ট পেট্রোল ছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলার ক্ষেত্রে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে সবসময়।

একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সর্বদা নজরদারি রাখছে বলেও জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।

বিজনেসে আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাশকতা ও বিশৃঙ্খলা রোধে প্রস্তুত র‌্যাবের রোবাস্ট পেট্রোল

পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা যেন না হয় সে ব্যাপারে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বর মেন রোডে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান। এ সময় র‍্যাব-৪ এর রোবাস্ট পেট্রোল টিমের একটি বিশেষ মহড়াও প্রদর্শন করা হয়।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড় বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতোয়েন করেছে র‌্যাব। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সে লক্ষ্যে সারাদেশে একযোগে কাজ করছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, এছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি ও ছিনতাই রোধে নিয়মিত র‌্যাব-৪ এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় নানা স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবে র‌্যাব।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, রোবাস্ট পেট্রোল ছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলার ক্ষেত্রে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে সবসময়।

একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সর্বদা নজরদারি রাখছে বলেও জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।

বিজনেসে আওয়ার/২৫ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: