ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে’

  • পোস্ট হয়েছে : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, অগণিত বিএনপি নেতাকর্মী না খেয়ে অসুস্থ হয়ে কারাভোগ করছেন। তাদের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পড়ুন। তারেক সাহেবকে দেশে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ এবং সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু ও তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদ।

এসময় জয়নুল আবেদীন বলেন, ‘আমার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মানবিক বিবেচনা করলে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। রাজনৈতিক প্রতিহিংসার অভিপ্রায় হলো জিয়া পরিবারকে ধ্বংস করা। ইনশাআল্লাহ অক্ষরে-অক্ষরে হিসাব নেব।’

তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই মাঠে নেমেছে, সবাই কথা বলার অধিকার চায়, তারা ডিম-মাংসে ডাল-ভাত খেতে চায়, তারা দরজা খুলে ঘুমাতে চায়। তারা বাংলাদেশে এমন এক ব্যক্তির অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে আমি-আপনি ভোট দিতে পারব।’

এই বিএনপি নেতা বলেন, ‘সুবিধাভোগীরা আপনাদের চেহারা দেখে তাদের দলে নিতে চাইবে, কিন্তু সাবধান… পাত্তা দেবেন না। সবাই রাজপথে আসুন, সময় বেশি নেই। সরকার পদত্যাগে বাধ্য হবে। রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাকি। ১৬ বছরের মামলা মাথায় নিয়ে রাতের ঘুম হারাম করে অনেক নেতাকর্মী অন্যের আশ্রয় নেয়, তবুও একটি লোকও আওয়ামী লীগে যোগ দেয়নি।’

এতে সভাপতিত্ব করেন তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদের আহ্বায়ক ফিরোজ আলম বাবু।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘দেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে’

পোস্ট হয়েছে : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, অগণিত বিএনপি নেতাকর্মী না খেয়ে অসুস্থ হয়ে কারাভোগ করছেন। তাদের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পড়ুন। তারেক সাহেবকে দেশে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ এবং সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু ও তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদ।

এসময় জয়নুল আবেদীন বলেন, ‘আমার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মানবিক বিবেচনা করলে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। রাজনৈতিক প্রতিহিংসার অভিপ্রায় হলো জিয়া পরিবারকে ধ্বংস করা। ইনশাআল্লাহ অক্ষরে-অক্ষরে হিসাব নেব।’

তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই মাঠে নেমেছে, সবাই কথা বলার অধিকার চায়, তারা ডিম-মাংসে ডাল-ভাত খেতে চায়, তারা দরজা খুলে ঘুমাতে চায়। তারা বাংলাদেশে এমন এক ব্যক্তির অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে আমি-আপনি ভোট দিতে পারব।’

এই বিএনপি নেতা বলেন, ‘সুবিধাভোগীরা আপনাদের চেহারা দেখে তাদের দলে নিতে চাইবে, কিন্তু সাবধান… পাত্তা দেবেন না। সবাই রাজপথে আসুন, সময় বেশি নেই। সরকার পদত্যাগে বাধ্য হবে। রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাকি। ১৬ বছরের মামলা মাথায় নিয়ে রাতের ঘুম হারাম করে অনেক নেতাকর্মী অন্যের আশ্রয় নেয়, তবুও একটি লোকও আওয়ামী লীগে যোগ দেয়নি।’

এতে সভাপতিত্ব করেন তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদের আহ্বায়ক ফিরোজ আলম বাবু।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: