ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টনপ্রতি ৮০০ ডলারে পেঁয়াজ বিক্রি করবে ভারত

  • পোস্ট হয়েছে : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক: দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম ঠিক রাখতে রপ্তানির ন্যূনতম মূল্য বেঁধে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আভ্যন্তরীণ বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত ভারতের।

শনিবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) জানিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

২৯ অক্টোবর থেকে সর্বনিম্ন রপ্তানি মূল্য কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রপ্তানির জন্য প্রক্রিয়াধীন থাকা পেঁয়াজ এবং ইতিমধ্যে দেশটির কাস্টমসের কাছে হস্তান্তর করা পেঁয়াজ নতুন এই মূল্যসীমার আওতা মুক্ত থাকবে।

বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আরও দুই লাখ টন পেঁয়াজ কেনার ঘোষণা দিয়েছে। এর আগে আরও পাঁচ লাখ টন পেঁয়াজ কিনেছে ভারতের সরকার।

জানাগেছে গত এক সপ্তাহে দেশটির বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। গত সপ্তাহে দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের বাজারে ভাল মানের প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৫০ রুপি ছুঁয়েছে। ভারতের সংবাদমাধ্যম গুলো জানিয়েছে শনিবার দিল্লিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৮০ রুপিতে বিক্রি হয়েছে।

দুই মাস পর বাজারে শীতকালীন ফসল বাজারে আসার আগে আগামী ডিসেম্বর নাগাদ পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাঝেই পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বেঁধে দাওয়ার খবর জানালো দেশটির ডিজিএফটি।

বিজনেস আওয়ার/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টনপ্রতি ৮০০ ডলারে পেঁয়াজ বিক্রি করবে ভারত

পোস্ট হয়েছে : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম ঠিক রাখতে রপ্তানির ন্যূনতম মূল্য বেঁধে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আভ্যন্তরীণ বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত ভারতের।

শনিবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) জানিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

২৯ অক্টোবর থেকে সর্বনিম্ন রপ্তানি মূল্য কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রপ্তানির জন্য প্রক্রিয়াধীন থাকা পেঁয়াজ এবং ইতিমধ্যে দেশটির কাস্টমসের কাছে হস্তান্তর করা পেঁয়াজ নতুন এই মূল্যসীমার আওতা মুক্ত থাকবে।

বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আরও দুই লাখ টন পেঁয়াজ কেনার ঘোষণা দিয়েছে। এর আগে আরও পাঁচ লাখ টন পেঁয়াজ কিনেছে ভারতের সরকার।

জানাগেছে গত এক সপ্তাহে দেশটির বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। গত সপ্তাহে দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের বাজারে ভাল মানের প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৫০ রুপি ছুঁয়েছে। ভারতের সংবাদমাধ্যম গুলো জানিয়েছে শনিবার দিল্লিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৮০ রুপিতে বিক্রি হয়েছে।

দুই মাস পর বাজারে শীতকালীন ফসল বাজারে আসার আগে আগামী ডিসেম্বর নাগাদ পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাঝেই পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বেঁধে দাওয়ার খবর জানালো দেশটির ডিজিএফটি।

বিজনেস আওয়ার/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: