ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ রোগী

  • পোস্ট হয়েছে : ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • 2

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে ভারতের অরুণা অধিকারী নামক একজন রোগীর মুখ পুড়ে গেছে। যেহেতু অক্সিজেন গ্যাস আগুন ধরাতে সাহায্য করে সেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আরেকটি হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। অরুনা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে অক্সিজেন দিতে পরামর্শ দেন। রাতে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গভীর রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডের অন্য রোগীরা ঘুমিয়ে পড়লে মুখ থেকে মাস্ক সরিয়ে ধূমপান করতে যান অরুণা। দেশলাইকাঠি বাক্সে ঘষতেই দপ করে জ্বলে ওঠে তার মুখ ও আশেপাশে থাকা জিনিসপত্র। আতঙ্কে আর্তনাদ করে ওঠেন অন্য রোগীরা। গভীর রাতে তন্দ্রাচ্ছন্ন নার্সরা উঠে দেখেন, তখনও আগুন জ্বলছে অরুণার মুখে। পরে দ্রুত আগুন নেভান তারা।

এদিকে অরুণা হাসপাতালের ওয়ার্ডে কী করে ধূমপান সামগ্রী নিয়ে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীদের আত্মীয়রা। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ রোগী

পোস্ট হয়েছে : ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে ভারতের অরুণা অধিকারী নামক একজন রোগীর মুখ পুড়ে গেছে। যেহেতু অক্সিজেন গ্যাস আগুন ধরাতে সাহায্য করে সেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আরেকটি হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। অরুনা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে অক্সিজেন দিতে পরামর্শ দেন। রাতে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গভীর রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডের অন্য রোগীরা ঘুমিয়ে পড়লে মুখ থেকে মাস্ক সরিয়ে ধূমপান করতে যান অরুণা। দেশলাইকাঠি বাক্সে ঘষতেই দপ করে জ্বলে ওঠে তার মুখ ও আশেপাশে থাকা জিনিসপত্র। আতঙ্কে আর্তনাদ করে ওঠেন অন্য রোগীরা। গভীর রাতে তন্দ্রাচ্ছন্ন নার্সরা উঠে দেখেন, তখনও আগুন জ্বলছে অরুণার মুখে। পরে দ্রুত আগুন নেভান তারা।

এদিকে অরুণা হাসপাতালের ওয়ার্ডে কী করে ধূমপান সামগ্রী নিয়ে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীদের আত্মীয়রা। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: