ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তাপস-মিমির সুর ও সংগীতায়োজনে ‘ভাল্লাগছে না’

  • পোস্ট হয়েছে : ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী। এবার দেশের টিএম রেকর্ডসের উদ্যোগে দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গেয়েছেন মিমি। গানটি গত (২৮ জানুয়ারি) অন্তর্জালে প্রকাশ করা হয়।

গানটির শিরোনাম ‘জোর করে হাসতে ভাল্লাগছে না… মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে’- এমন কথা মালায় সাজানো হয়েছে ‘ভাল্লাগছে না’।

গান প্রসঙ্গে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ’

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তাপস-মিমির সুর ও সংগীতায়োজনে ‘ভাল্লাগছে না’

পোস্ট হয়েছে : ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী। এবার দেশের টিএম রেকর্ডসের উদ্যোগে দুই বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গেয়েছেন মিমি। গানটি গত (২৮ জানুয়ারি) অন্তর্জালে প্রকাশ করা হয়।

গানটির শিরোনাম ‘জোর করে হাসতে ভাল্লাগছে না… মন বলে ডানা মেলে নিজের মতো বাঁচতে’- এমন কথা মালায় সাজানো হয়েছে ‘ভাল্লাগছে না’।

গান প্রসঙ্গে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সাথে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ’

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার ভিডিও নির্মাণ করেছেন তুহিন। মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: