ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে বাট

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক: নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আর সম্ভব নয় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের। তাই নতুন দায়িত্বে পথচলা শুরু করছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এমনকি রোববার(২৫ অক্টোবর) থেকে শুরু হওয়া কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাট।

এ কারণে তাকে এ টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকে ধারাভাষ্য দেয়া শুরু করবেন বাট। ধারাভাষ্যকার হিসেবে নতুন দায়িত্বে পথচলা শুরু করলেও, এ সময়টায় নিজেকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য এভেইলেবল রেখেছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বাট বলেছেন, আমি বুঝতে পারছি পাকিস্তানে (খেলোয়াড় হিসেবে) আমার ভবিষ্যত নেই। ক্রিকেটে ফেরার পর থেকে আমি পূর্ণ ডেডিকেশন দিয়ে খেলেছি এবং অনেক রানও করেছি। জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকেই আমি ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধ পরিকর ছিলাম।

নিজেকে প্রশ্ন করলাম, আমি কী করছি? আমি যদি আরেক মৌসুম খেলি, সেটার উদ্দেশ্য কী হবে? এ বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি এবং বাস্তবিকভাবে বুঝতে পেরেছি যে তারা (নির্বাচক) আর আমাকে দলে নেবে না। তাই আমার এমন কিছু করা উচিত যেখানে আমি কিছু অবদান রাখতে পারব।

সবকিছুতেই একটা সময় আসে, যখন আপনার ইতি টানতে হয় এবং নতুন কাউকে জায়গাটা ছেড়ে দিতে হয়। আমি নাদিম খানের (পিসিবির এইচপি ডিরেক্টর) সঙ্গে ক্যারিয়ার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি এবং সে কিছু দারুণ উপদেশ দিয়েছে। তাই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব লুফে নিয়েছি।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মূল হোতা হিসেবে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগ করেছেন বাট। পরে ২০১৬ সালের জানুয়ারি থেকে ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটে। ন্যাশনাল ওয়ানডে কাপে ফেরার ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বাট, সে টুর্নামেন্টে ১০৭.২০ গড়ে ৫৩৬ রান নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে বাট

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আর সম্ভব নয় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের। তাই নতুন দায়িত্বে পথচলা শুরু করছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এমনকি রোববার(২৫ অক্টোবর) থেকে শুরু হওয়া কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাট।

এ কারণে তাকে এ টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকে ধারাভাষ্য দেয়া শুরু করবেন বাট। ধারাভাষ্যকার হিসেবে নতুন দায়িত্বে পথচলা শুরু করলেও, এ সময়টায় নিজেকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য এভেইলেবল রেখেছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বাট বলেছেন, আমি বুঝতে পারছি পাকিস্তানে (খেলোয়াড় হিসেবে) আমার ভবিষ্যত নেই। ক্রিকেটে ফেরার পর থেকে আমি পূর্ণ ডেডিকেশন দিয়ে খেলেছি এবং অনেক রানও করেছি। জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকেই আমি ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধ পরিকর ছিলাম।

নিজেকে প্রশ্ন করলাম, আমি কী করছি? আমি যদি আরেক মৌসুম খেলি, সেটার উদ্দেশ্য কী হবে? এ বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি এবং বাস্তবিকভাবে বুঝতে পেরেছি যে তারা (নির্বাচক) আর আমাকে দলে নেবে না। তাই আমার এমন কিছু করা উচিত যেখানে আমি কিছু অবদান রাখতে পারব।

সবকিছুতেই একটা সময় আসে, যখন আপনার ইতি টানতে হয় এবং নতুন কাউকে জায়গাটা ছেড়ে দিতে হয়। আমি নাদিম খানের (পিসিবির এইচপি ডিরেক্টর) সঙ্গে ক্যারিয়ার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি এবং সে কিছু দারুণ উপদেশ দিয়েছে। তাই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব লুফে নিয়েছি।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মূল হোতা হিসেবে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগ করেছেন বাট। পরে ২০১৬ সালের জানুয়ারি থেকে ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটে। ন্যাশনাল ওয়ানডে কাপে ফেরার ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বাট, সে টুর্নামেন্টে ১০৭.২০ গড়ে ৫৩৬ রান নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: