1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
রবি জর্জরিত ৪৪৫ মামলায় : ঝুঁকি কয়েক হাজার কোটি টাকা ক্ষতির
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

রবি জর্জরিত ৪৪৫ মামলায় : ঝুঁকি কয়েক হাজার কোটি টাকা ক্ষতির

  • পোস্ট হয়েছে : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রবি আজিয়াটা ভ্যাট, শুল্কসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য পক্ষের সঙ্গে প্রায় ৪৪৫টি মামলায় জড়িত রয়েছে। যে মামলাগুলোতে হেরে গেলে রবিকে দিতে হবে কয়েক হাজার কোটি টাকা। যা রবির ব্যবসার জন্য হয়ে দাড়াঁবে ঝুকিঁপূর্ণ।

প্রসপেক্টাস অনুযায়ি, রবি আজিয়াটা ৪৪৫টি মামলায় জড়িত রয়েছে। যেখানে রবির বিরুদ্ধে করা মামলার পাশাপাশি সরকারের পাওনা দাবির বিপরীতে রবির দায়ের করা মামলাও বিচারাধীন রয়েছে। ওইসব মামলাগুলোতে রবির কাছে কয়েক হাজার কোটি টাকার পাওনার বিষয়াদি রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক উর্ধ্বতন কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, রবি আজিয়াটার কাছে প্রায় ৪ হাজার কোটি টাকার পাওনা নিয়ে বিভিন্ন মামলা চলছে। ওইসব মামলায় যদি রবিকে টাকা প্রদান করতে হয়, তাহলে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়বে।

রবির সঙ্গে ভ্যাট সংক্রান্ত ২ হাজার ১৬৩ কোটি ৬৫ লাখ টাকার মামলা চলমান রয়েছে। সিম রিপ্লেসমেন্ট, ২জি লাইসেন্সের উপর ভ্যাট, সিম টেক্স ও সিম টেক্সের সুদ, ভ্যাট ফাকিঁ, জরিমানা, ভ্যাট গোপন, মূলধন যন্ত্রপাতিতে এটিভির জন্য সরকার এই অর্থ দাবি করছে।

এই ভ্যাট প্রদান সংক্রান্ত বিরোধের কারনে রবি ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ৩৭টি মামলা দায়ের করেছে। এই মামলার মধ্যে ১৯ টি (উনিশ) শুল্ক, আবগারি ও ভ্যাট ট্রাইব্যুনাল, সুপ্রীমকোর্টসহ বিভিন্ন আপিল ফোরামে বিচারাধীন রয়েছে।

২০১৮ সালের ৩১ জুলাই রবির কাছে এক নিরীক্ষার (১৯৯৭ থেকে ২০১৪) মাধ্যমে ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা পাওনা দাবি করেছে বিটিআরসি। এ নিয়ে রবি আদালতে গেলেও রায় পক্ষে আনতে পারেনি। উচ্চ আদালত গত বছরের ৫ জানুয়ারি ১৩৮ কোটি টাকা জমা দেওয়ার শর্তে বিটিআরসির রায়ের উপর নিষেধাজ্ঞা দেয়।

এছাড়া লাইসেন্স ছাড়াই বাংলা ফোন লিমিটেডের (বিপিএল) অপটিকাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের কারনে ২০১৮ সালে বিটিআরসি রবিকে ৫০ কোটি টাকা জরিমানা করে। এর বিরুদ্ধে রবি আজিয়াটা জুডিশিয়াল রিভিউ আবেদন করে। এতে রবির শুনানি শেষে উচ্চ আদালত কিছু শর্ত সাপক্ষে জরিমানায় স্থগিতাদেশ দেয়।

নিম্নে রবির প্রসপেক্টাসে উল্লেখিত চলমান মামলাগুলোর বিস্তারিত তুলে ধরা হল-

মামলার ধরনমামলার সংখ্যাআর্থিক পরিমাণ
ভ্যাট মামলা৩৭২১৬৩.৬৫ কোটি
দেওয়ানী মামলা১০৮৬৭.২৪ কোটি
জুডিশিয়াল রিভিউ পিটিশন৫০ কোটি
ফৌজদারি মামলা১২উল্লেখ নাই
শুল্ক মামলা২৫৪উল্লেখ নাই
আয়কর মামলা২২উল্লেখ নাই
দেওয়ানী মামলা১৭উল্লেখ নাই
শ্রম আইন৭৪উল্লেখ নাই
অন্যান্য আইন১২উল্লেখ নাই
মোট মামলা৪৪৫টি.

আরও পড়ুন…….

রবির বিরুদ্ধে কমিশনে পাওনাদারের অভিযোগ

গ্রামীণফোনের থেকে নিট সম্পদে বেশি সত্ত্বেও ঋণে জর্জরিত রবি

আইপিওকালীন জিপির ২৪৩ কোটি টাকার মূলধনে মুনাফা ছিল ৩০৬ কোটি, রবির ৪৭১৪ কোটিতে?

ইতিহাসের সর্বনিম্ন ইপিএস নিয়ে সর্বোচ্চ শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রবি

গ্রামীণফোনের ৯ মাসে ইপিএস ১৯.৮৯ টাকা, রবির বছরে ৪ পয়সা

রবি শেয়ারপ্রতি ১ টাকা পাওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেনি

গ্রামীণফোনের থেকে ২৬৬১ কোটি টাকার বেশি সম্পদ নিয়েও ধুকছে রবি
জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম
সবচেয়ে বড় মূলধনী ন্যাশনাল ব্যাংক আস্থার তলানিতে, এসেছে আরও দূর্বল ব্যবসার রবি

রবি জর্জরিত ৪৪৫ মামলায় : ঝুঁকি কয়েক হাজার কোটি টাকা ক্ষতির

বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ