ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শততম পর্বে ‘১০০-তে একশো’

  • পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • 3

বিনোদন ডেস্ক : শততম পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘১০০-তে একশো’। ২৩ মে, রবিবার নাটকটির শততম পর্ব প্রচার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ কার্যনির্বাহী রিয়াদ শিমুল।

গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় এই ধারাবাহিকটি। এরমধ্যে পায় ভালো দর্শকপ্রিয়তা। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে নাটকটি। মুনতাহা বৃত্তা’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ অনেকে।

নাট্যকার মুনতাহা বৃত্তা জানান, অদ্ভুত এক গ্রামকে ঘিরে নাটকের গল্প। গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে। সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোনও চল নেই। ডলারে লেনদেন হয়!

এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করে। কেউ কারও চেয়ে কম নয়। প্রত্যেকেই ১০০-তে একশো। বেশ ভালোভাবেই চলছিলো সবকিছু। কিন্তু করোনাভাইরাস এসে এলোমেলো করে দিলো। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসে। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। গল্পে আসে নতুন মোড়।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শততম পর্বে ‘১০০-তে একশো’

পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

বিনোদন ডেস্ক : শততম পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘১০০-তে একশো’। ২৩ মে, রবিবার নাটকটির শততম পর্ব প্রচার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ কার্যনির্বাহী রিয়াদ শিমুল।

গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় এই ধারাবাহিকটি। এরমধ্যে পায় ভালো দর্শকপ্রিয়তা। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে নাটকটি। মুনতাহা বৃত্তা’র রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, তানিয়া আহমেদ, মিম মানতাশা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ অনেকে।

নাট্যকার মুনতাহা বৃত্তা জানান, অদ্ভুত এক গ্রামকে ঘিরে নাটকের গল্প। গ্রামের নাম প্রবাসপুর। এখানকার পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকে। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করে। সবকিছুতে নারীদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোনও চল নেই। ডলারে লেনদেন হয়!

এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করে। কেউ কারও চেয়ে কম নয়। প্রত্যেকেই ১০০-তে একশো। বেশ ভালোভাবেই চলছিলো সবকিছু। কিন্তু করোনাভাইরাস এসে এলোমেলো করে দিলো। গ্রামের পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসে। বদলে যেতে থাকে তাদের জীবনধারা। গল্পে আসে নতুন মোড়।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: