ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কবীর সুমন

  • পোস্ট হয়েছে : ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 2

বিনোদন ডেস্ক : গত ২৮ জুন থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তার গলা ব্যথা, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলেও এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বৃহস্পতিবার (০১ জুলাই) এক ফেসবুক লাইভে এসে বলেন, আমি ঠিক আছি, ভয় পাবেন না। রোববার আমি ঢোক গিলতে পারছিলাম না, খাওয়া দাওয়া তো দূরের কথা। এরপরেই আমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দিবসের দিন বলছি, আমাকে যারা সুস্থ করে তুলছেন, তাদের ধন্যবাদ।

বাম জামানায় কলকাতার চিকিৎসা পরিকাঠামো তলানিতে নেমে গিয়েছিল। তৃণমূল সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমি অসুস্থতার কারণে হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি থেকেছি। কিন্তু এই ধরনের চিকিৎসা পায়নি।

পশ্চিমবঙ্গ রাজ্যের হাসপাতালের চিকিৎসায় রয়েছে মানবিক স্পর্শ। যা বাংলার চিকিৎসাকে আরও এগিয়ে রাখে। চিকিৎসা ব্যবস্থায় এতো উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকেও ধন্যবাদ জানান কবীর সুমন।

এর আগে হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। দেওয়া হচ্ছে অক্সিজেনও। তবে চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি। এদিকে শুরুতে কবীর সুমন করোনা আক্রান্ত সন্দেহ করা হলেও কয়েক দফায় তার টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কবীর সুমন

পোস্ট হয়েছে : ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : গত ২৮ জুন থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তার গলা ব্যথা, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলেও এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বৃহস্পতিবার (০১ জুলাই) এক ফেসবুক লাইভে এসে বলেন, আমি ঠিক আছি, ভয় পাবেন না। রোববার আমি ঢোক গিলতে পারছিলাম না, খাওয়া দাওয়া তো দূরের কথা। এরপরেই আমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দিবসের দিন বলছি, আমাকে যারা সুস্থ করে তুলছেন, তাদের ধন্যবাদ।

বাম জামানায় কলকাতার চিকিৎসা পরিকাঠামো তলানিতে নেমে গিয়েছিল। তৃণমূল সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমি অসুস্থতার কারণে হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি থেকেছি। কিন্তু এই ধরনের চিকিৎসা পায়নি।

পশ্চিমবঙ্গ রাজ্যের হাসপাতালের চিকিৎসায় রয়েছে মানবিক স্পর্শ। যা বাংলার চিকিৎসাকে আরও এগিয়ে রাখে। চিকিৎসা ব্যবস্থায় এতো উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকেও ধন্যবাদ জানান কবীর সুমন।

এর আগে হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। দেওয়া হচ্ছে অক্সিজেনও। তবে চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি। এদিকে শুরুতে কবীর সুমন করোনা আক্রান্ত সন্দেহ করা হলেও কয়েক দফায় তার টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: