ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ‘আগুন’ নিয়ে আসছেন আরমান আলিফ

  • পোস্ট হয়েছে : ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • 3

বিনোদন ডেস্ক : এবার ‘আগুন’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আরমান আলিফ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই লেজার ভিশন থেকে প্রকাশিত হবে গান-ভিডিওটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির লেখা ও সুর আরমান আলিফের নিজেরই। সংগীতায়োজন করেছেন সজীব।

এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘আগুন’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক।

আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে। আমাকে নতুন এক আরমান আলিফ দেখতে পাবেন। এখন থেকে নিজের লেখা, নিজের সুর করা গান নিয়েই বেশি কাজ করব। আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে।

তিনি আরও বলেন, ‘আগুন’ গানটি মেলোডি রক। গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক। সংগীতায়োজন ছাড়া গানটির সবই আমার নিজের করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। কথার সঙ্গে মানিয়ে ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।

উত্তরায় গানটির ভিডিও ধারণ শেষ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন গীতিকার,সরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। ‘আগুন’ গানটির ভিডিওতেও দেখা যাবে আরমান আলিফকে। তার সঙ্গে মডেল হয়েছেন আলিফ খান ও অনিন্দিতা মিমি।

উল্লেখ্য, আরমান আলিফ ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। প্রথম বাংলাদেশি কোনো বাংলা গান ইউটিউবে ১০ কোটি দর্শক ভিউয়ের রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ প্রায় ৩১ কোটি, যা দেশীয় বাংলা গানে রেকর্ড।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার ‘আগুন’ নিয়ে আসছেন আরমান আলিফ

পোস্ট হয়েছে : ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : এবার ‘আগুন’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আরমান আলিফ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই লেজার ভিশন থেকে প্রকাশিত হবে গান-ভিডিওটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির লেখা ও সুর আরমান আলিফের নিজেরই। সংগীতায়োজন করেছেন সজীব।

এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘আগুন’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক।

আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে। আমাকে নতুন এক আরমান আলিফ দেখতে পাবেন। এখন থেকে নিজের লেখা, নিজের সুর করা গান নিয়েই বেশি কাজ করব। আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে।

তিনি আরও বলেন, ‘আগুন’ গানটি মেলোডি রক। গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক। সংগীতায়োজন ছাড়া গানটির সবই আমার নিজের করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। কথার সঙ্গে মানিয়ে ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।

উত্তরায় গানটির ভিডিও ধারণ শেষ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন গীতিকার,সরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। ‘আগুন’ গানটির ভিডিওতেও দেখা যাবে আরমান আলিফকে। তার সঙ্গে মডেল হয়েছেন আলিফ খান ও অনিন্দিতা মিমি।

উল্লেখ্য, আরমান আলিফ ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। প্রথম বাংলাদেশি কোনো বাংলা গান ইউটিউবে ১০ কোটি দর্শক ভিউয়ের রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ প্রায় ৩১ কোটি, যা দেশীয় বাংলা গানে রেকর্ড।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: