ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো সালমার পার্ক

  • পোস্ট হয়েছে : ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • 1

বিনোদন ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে একটি পার্ক গড়ে তুলেছেন ২০০৬ সালের ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে প্রায় ৬ একর জায়গায় জুড়ে গড়ে তোলা এ বিনোদন কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘ইউরোপিয়ান পার্ক’।

গতকাল নবনির্মিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। পরে আগতদের স্বাগত জানান সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

সালমা বলেন, ‘শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে এমন একটি পার্ক করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে ভেবে খুব ভালো লাগছে। প্রত্যাশা করছি বিনোদন ব্যবস্থায় এই পার্কটি একটু ভিন্নমাত্রা যোগ করবে।

সানাউল্লাহ নূরে সাগর জানান, প্রায় ৬ একর জায়গায় মনোরম পরিবেশে এই পার্ক গড়ে তোলা হয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে হোটেল-রেস্তোরাও। আশা করছি এটি ভ্রমণপিয়াসীদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো সালমার পার্ক

পোস্ট হয়েছে : ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে একটি পার্ক গড়ে তুলেছেন ২০০৬ সালের ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে প্রায় ৬ একর জায়গায় জুড়ে গড়ে তোলা এ বিনোদন কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘ইউরোপিয়ান পার্ক’।

গতকাল নবনির্মিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। পরে আগতদের স্বাগত জানান সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

সালমা বলেন, ‘শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে এমন একটি পার্ক করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে ভেবে খুব ভালো লাগছে। প্রত্যাশা করছি বিনোদন ব্যবস্থায় এই পার্কটি একটু ভিন্নমাত্রা যোগ করবে।

সানাউল্লাহ নূরে সাগর জানান, প্রায় ৬ একর জায়গায় মনোরম পরিবেশে এই পার্ক গড়ে তোলা হয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে হোটেল-রেস্তোরাও। আশা করছি এটি ভ্রমণপিয়াসীদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে।

বিজনেস আওয়ার/২০ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: