ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ কোম্পানির ৩৮৭.১২ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৮৭ কোটি ১২ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ১টি কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৯ কোটি ৭৪ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১৪৫% হারে ১৪১ কোটি ৩০ লাখ টাকার নগদ ও ১০% হারে ৯ কোটি ৭৪ লাখ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ  (কোটি টাকা)
রেনাটা১৪৫% নগদ ও ১০% বোনাস১৫১.০৪
বিএসআরএম লিমিটেড৪০% নগদ১১৯.৪৩
বিএসআরএম স্টিল৩০% নগদ১১২.৭৯
শাইনপুকুর সিরামিকস২.৫% নগদ৩.৬৭
*আনলিমা ইয়ার্ন২% নগদ০.১৯
বেক্সিমকো সিনথেটিক্স০০০০
মোট ৩৮৭.১২ কোটি টাকা  

আরও পড়ুন….

বৃহস্পতিবার ৯ কোম্পানির ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

এদিকে সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আনলিমা ইয়ার্ন থেকে। এ কোম্পানিটির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২% হারে ১৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল থেকে এর আগে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ১০% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাঁচ কোম্পানির ৩৮৭.১২ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৮৭ কোটি ১২ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ১টি কোম্পানির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৯ কোটি ৭৪ লাখ টাকার বোনাস শেয়ার। বাকিটা নগদ লভ্যাংশ।

সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ। এ কোম্পানিটি থেকে ১৪৫% হারে ১৪১ কোটি ৩০ লাখ টাকার নগদ ও ১০% হারে ৯ কোটি ৭৪ লাখ টাকার বোনাস শেয়ার ঘোষণা করেছে।

নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও পরিমাণ তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারলভ্যাংশের পরিমাণ  (কোটি টাকা)
রেনাটা১৪৫% নগদ ও ১০% বোনাস১৫১.০৪
বিএসআরএম লিমিটেড৪০% নগদ১১৯.৪৩
বিএসআরএম স্টিল৩০% নগদ১১২.৭৯
শাইনপুকুর সিরামিকস২.৫% নগদ৩.৬৭
*আনলিমা ইয়ার্ন২% নগদ০.১৯
বেক্সিমকো সিনথেটিক্স০০০০
মোট ৩৮৭.১২ কোটি টাকা  

আরও পড়ুন….

বৃহস্পতিবার ৯ কোম্পানির ১ হাজার ১৯৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

এদিকে সবচেয়ে কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আনলিমা ইয়ার্ন থেকে। এ কোম্পানিটির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২% হারে ১৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল থেকে এর আগে অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় ১০% করে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: