ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজ ভক্ত সেই যুবককে রিমান্ডে নিবে পুলিশ

  • পোস্ট হয়েছে : ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক: জৈব সুরক্ষ বলায় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শক রাসেলের বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের হয়নি মিরপুর মডেল থানায়। তবে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একই ধারায় রাসলকে আদালতেও চালান করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করবে।

রোববার (২১ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছি। আজ রাসেলকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

জানা গেছে, গ্রেফতার রাসেলের বাড়ি কুমিল্লায়। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

শনিবার (২০ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর পেরিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

বিজনেস আওয়ার/ ২১ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুস্তাফিজ ভক্ত সেই যুবককে রিমান্ডে নিবে পুলিশ

পোস্ট হয়েছে : ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: জৈব সুরক্ষ বলায় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শক রাসেলের বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের হয়নি মিরপুর মডেল থানায়। তবে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একই ধারায় রাসলকে আদালতেও চালান করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করবে।

রোববার (২১ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছি। আজ রাসেলকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

জানা গেছে, গ্রেফতার রাসেলের বাড়ি কুমিল্লায়। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

শনিবার (২০ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর পেরিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

বিজনেস আওয়ার/ ২১ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: