ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিদের বিপক্ষে ১২৪ রান টাইগারদের

  • পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪ রান করেছে বাংলাদেশ। সোমবার (২২ নভেম্বর) রাজধানীর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করে এই রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ বাহিনী।

আগের দুই ম্যাচ খেলা ডানহাতি ওপেনার সাইফ হাসানকে বাদ দেওয়ায় আজকের ম্যাচে ইনিংস সূচনা করতে নাইম শেখের সঙ্গে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দারুণ এক স্কয়ার কাটে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি।

কিন্তু অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির করা ইয়র্কার লেন্থের পরের বলে সরাসরি বোল্ড হয়ে যান ৫ রান করা শান্ত। তিন নম্বরে পাঠানো হয় শামীমকে, যিনি এই ম্যাচ দিয়েই ফিরেছেন দলে। পাওয়ার প্লে’তে আর বিপদ ঘটতে দেননি শামীম ও নাইম।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর আর উইকেটে টেকা হয়নি শামীমের। লেগস্পিনার উসমান কাদিরের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ইফতিখার আহমেদের হাতে সহজ ক্যাচ তুলে দেন এ বাঁহাতি তরুণ। আউট হওয়ার তিনি চার চারের মারে করেন ২৩ বলে ২২ রান।

দলীয় ৩৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলায় আরও একবার চাপের মুখে ব্যাটিংয়ে নামতে হয় চার নম্বর ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। ইনিংসের দশম ওভারে প্রথমবারের মতো হাত খোলেন নাইম। উসমানের করা সেই ওভারের দ্বিতীয় বলে মিড উইকেট দিয়ে হাঁকান ছক্কা, এক বল পর কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় পঞ্চাশ পূরণ করেন তিনি। কিন্তু ইফতিখারের করা পরের ওভার থেকে আসে মাত্র ৩ রান। উসমান কাদিরের বিপক্ষে বড় শটের চেষ্টায় ছিলেন আফিফ। তবে ব্যাটে-বলে হয়নি। আফিফের ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানে, সহজ ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান। আফিফের ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

শুরু থেকে টুকটুক করতে থাকা নাইমের ইনিংসের সমাপ্তি ঘটে নয় বল বাকি থাকতে। মোহাম্মদ ওয়াসিমের ফুলটস সীমানা ছাড়া করার বদলে হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন ওয়াসিম। নাইমের ব্যাট থেকে দুইটি করে চার-ছয়ের মারে আসে ৫০ বলে ৪৭ রান।

একই ওভারের শেষ বলে আউট হন নুরুল হাসান সোহানও। মুখোমুখি প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পর থার্ড ম্যানে ধরা পড়েন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ঘণ্টা বাজান হারিস রউফ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন মাহমুদউল্লাহ।

শেষ বলে রানআউট হন আমিনুল ইসলাম বিপ্লব। তবে এর আগের বলে শেখ মেহেদি হাসানের সৌভাগ্যজনক চারে ১২০ রান পার হয় বাংলদেশের সংগ্রহ।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিদের বিপক্ষে ১২৪ রান টাইগারদের

পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪ রান করেছে বাংলাদেশ। সোমবার (২২ নভেম্বর) রাজধানীর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করে এই রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ বাহিনী।

আগের দুই ম্যাচ খেলা ডানহাতি ওপেনার সাইফ হাসানকে বাদ দেওয়ায় আজকের ম্যাচে ইনিংস সূচনা করতে নাইম শেখের সঙ্গে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দারুণ এক স্কয়ার কাটে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি।

কিন্তু অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির করা ইয়র্কার লেন্থের পরের বলে সরাসরি বোল্ড হয়ে যান ৫ রান করা শান্ত। তিন নম্বরে পাঠানো হয় শামীমকে, যিনি এই ম্যাচ দিয়েই ফিরেছেন দলে। পাওয়ার প্লে’তে আর বিপদ ঘটতে দেননি শামীম ও নাইম।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর আর উইকেটে টেকা হয়নি শামীমের। লেগস্পিনার উসমান কাদিরের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ইফতিখার আহমেদের হাতে সহজ ক্যাচ তুলে দেন এ বাঁহাতি তরুণ। আউট হওয়ার তিনি চার চারের মারে করেন ২৩ বলে ২২ রান।

দলীয় ৩৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলায় আরও একবার চাপের মুখে ব্যাটিংয়ে নামতে হয় চার নম্বর ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। ইনিংসের দশম ওভারে প্রথমবারের মতো হাত খোলেন নাইম। উসমানের করা সেই ওভারের দ্বিতীয় বলে মিড উইকেট দিয়ে হাঁকান ছক্কা, এক বল পর কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় পঞ্চাশ পূরণ করেন তিনি। কিন্তু ইফতিখারের করা পরের ওভার থেকে আসে মাত্র ৩ রান। উসমান কাদিরের বিপক্ষে বড় শটের চেষ্টায় ছিলেন আফিফ। তবে ব্যাটে-বলে হয়নি। আফিফের ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানে, সহজ ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান। আফিফের ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

শুরু থেকে টুকটুক করতে থাকা নাইমের ইনিংসের সমাপ্তি ঘটে নয় বল বাকি থাকতে। মোহাম্মদ ওয়াসিমের ফুলটস সীমানা ছাড়া করার বদলে হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন ওয়াসিম। নাইমের ব্যাট থেকে দুইটি করে চার-ছয়ের মারে আসে ৫০ বলে ৪৭ রান।

একই ওভারের শেষ বলে আউট হন নুরুল হাসান সোহানও। মুখোমুখি প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পর থার্ড ম্যানে ধরা পড়েন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ঘণ্টা বাজান হারিস রউফ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন মাহমুদউল্লাহ।

শেষ বলে রানআউট হন আমিনুল ইসলাম বিপ্লব। তবে এর আগের বলে শেখ মেহেদি হাসানের সৌভাগ্যজনক চারে ১২০ রান পার হয় বাংলদেশের সংগ্রহ।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: