ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড ৮ হাজার ৫৯৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় রেকর্ড ৮ হাজার ৫৯৫ কোটি ৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এই ঘোষণা করা হয়েছে। যা বার্ষিক সাধারন সভায় (এজিএম) স্ব স্ব কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

কোম্পানিগুলোর পর্ষদের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য প্রায় সব কোম্পানির এজিএম আগামি ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপরে জানুয়ারির মধ্যে শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে তা পাঠিয়ে দেওয়া হবে।

আগের বছর ন্যায় এবছরও নগদ লভ্যাংশ প্রদানে কিছুটা কড়াকড়ি ছিল। এ্ক্ষেত্রে নতুন কমিশনের সক্রিয় ভূমিকা ও বাজেটে কমপক্ষে বোনাস শেয়ারের সমপরিমাণ নগদ লভ্যাংশ প্রদান বাধ্যবাধকতা অন্যতম কারন। অন্যথায় পুরো বোনাস শেয়ারের উপরে অতিরিক্ত ১০ শতাংশ করারোপের শাস্তির যেমন বিধান রয়েছে, একইভাবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের জেরার মুখে পড়তে হয়।

বর্তমান কমিশনের অধীনে ব্যবসা সম্প্রসারণ ছাড়া বোনাস শেয়ার দেওয়া প্রায় অসম্ভব। এই বোনাস শেয়ার দিতে গেলে কমিশনের অনুমোদনের প্রয়োজন পড়ে। এছাড়া লভ্যাংশ না দেওয়া বা নামমাত্র দেওয়া কোম্পানিগুলোকে ব্যাখ্যার জন্য কমিশনে তলব করা হয়। যে কারনে সঙ্গত কারনেই কমে এসেছে বোনাস শেয়ার।

দেখা গেছে, গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সময়ে জুন ক্লোজিং, কয়েকটি অন্তর্বর্তীকালীন ও দু-একটি ডিসেম্বর ক্লোজিং বীমা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এ পর্যন্ত ২১৩ কোম্পানির পর্ষদ ৮ হাজার ৫৯৫ কোটি ৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেলেও কয়েকটি কোম্পানি এখনো লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন করেনি।

কোম্পানিগুলোর এই বড় নগদ লভ্যাংশ শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এই নগদ লভ্যাংশে লেনদেনে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে চলতি বছরে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ সভা করা ৮৫ কোম্পনির মধ্যে ৮০টির পর্ষদ ৩ হাজার ২৪২ কোটি ২৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। বাকি ৫টির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করে না।

অপরদিকে আগের বছরে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে একই সময়ে ১৪৪টির পর্ষদ (মিউচ্যুয়াল ফান্ড ছাড়া) ৪ হাজার ৩৭৩ কোটি ৫৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ বছরের নগদ লভ্যাংশের বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসের অন্যতম কারন ছিল অতিরিক্ত বোনাস শেয়ার দিয়ে উদ্যোক্তা/পরিচালকদের টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা। তবে বিগত কমিশনের প্রচেষ্টায় মুনাফার ৩০ শতাংশ এবং কমপক্ষে অর্ধেক নগদ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতার আইন গঠন ও বর্তমান কমিশনের তা বাস্তবায়নে এখন অযৌক্তিক বোনাস শেয়ার দেওয়া যায় না। যার ফলশ্রুতিতে এই বড় নগদ লভ্যাংশের খবর এসেছে। যা নিসন্দেহে শেয়ারবাজারের জন্য সুখবর।

তবে অনেক ভালো খবরের মধ্যেও কিছু কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা ‘বি’ ক্যাটাগরিতে থাকার জন্য তামাশার ০.৫০% বা শেয়ারপ্রতি ৫ পয়সা পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করছেন বলে জানান ডিএসইর এই সাবেক পরিচালক। তিনি বলেন, এবার বেশ কিছু কোম্পানির পরিচালকেরা ১-২% করে লভ্যাংশ দিয়ে বাজারের গতি নষ্ট করার পায়ঁতারা করেছে। এ বিষয়টিতে বিএসইসির নজর রাখা উচিত।

আরও পড়ুন…….

তালিকাভুক্ত ফান্ডগুলোর ৪২৬ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা
নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শুধুমাত্র বোনাস ঘোষণা
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা
শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

এরপরের অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদেরকে ৬০ শতাংশ হারে অর্থাৎ প্রতিটি শেয়ারে ৬ টাকা করে মোট ৫৩১ কোটি ৮৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

তবে জুন ক্লোজিং ও অন্তর্বর্তীকালীন বিবেচনায় সর্বোচ্চ নগদ লভ্যাংশ দেবে গ্রামীনফোন। এ কোম্পানিটি অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫ শতাংশ হারে অর্থাৎ প্রতিটি শেয়ারে ১২.৫০ টাকা করে মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। বহূজাতিক এ কোম্পানির পর্ষদ ৬ মাসের (জানুয়ারি-জুন ২১) ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করেছে।

এ বছর সবচেয়ে কম নগদ লভ্যাংশ দেবে সমতা লেদার। এ কোম্পানি থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদেরকে ০.৫০% হারে ৩ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। এরপরের অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকস থেকে ১% হারে ৬ লাখ টাকা এবং লিগ্যাছি ফুটওয়্যার থেকে ১% হারে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের ৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

২১৩ কোম্পানির মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ১৭২ কোম্পানি। বাকি ৪১ কোম্পানির পর্ষদ নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, বর্তমান কমিশনের শক্ত অবস্থানের কারনে এই বিশাল নগদ লভ্যাংশের খবর শুনতে পেলাম। যে নগদ লভ্যাংশ বাজারের জন্য খুবই ইতিবাচক খবর। এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে, আগামিতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। এছাড়া কোম্পানিগুলোর নগদ লভ্যাংশে বাজারে গতি তরান্বিত করবে বলে মনে করেন তিনি।

নিম্নে গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

* শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য

কোম্পানির নামনগদ লভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)
ইউনাইটেড পাওয়ার১৭০%৯৮৫.৪৮
স্কয়ার ফার্মা৬০%৫৩১.৮৭
সামিট পাওয়ার৩৫%৩৭৩.৭৬
বেক্সিমকো লিমিটেড৩৫%৩০৬.৭১
তিতাস গ্যাস২২%২১৭.৬৩
এমজেএল বিডি৫৫%১৭৪.২১
বার্জার পেইন্টস৩৭৫%১৭৩.৯২
বেক্সিমকো ফার্মা৩৫%১৫৬.১৪
পাওয়ার গ্রীড২০%১৪২.৫৫
রেনাটা১৪৫%  ১৪১.৩০
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৫৪%১০৭.৯৭
আইসিবি১১%৮৮.৬৪
জিপিএইচ ইস্পাত২০%৭৯.৪২
সাবমেরিন কেবল৩৭%৬১.০২
একমি ল্যাবরেটরিজ২৫%৫২.৯০
শাহজিবাজার পাওয়ার২৮%  ৪৮.৩১
এসিআই৬৫%৪১.০২
ডেসকো১০%৩৯.৭৬
স্কয়ার টেক্সটাইল২০%৩৯.৪৫
মতিন স্পিনিং৪০%৩৯
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড১৩%৩৭.৬৯
সাইফ পাওয়ারটেক১০%৩৫.৭৯
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স৩২%৩৪.৭৩
সাউথ বাংলা ব্যাংক৪%৩১.৩৯
কনফিডেন্স সিমেন্ট২৫%১৯.৫৬
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৪%৩১.০৪
এমআই সিমেন্ট২০%২৯.৭০
ওরিয়ন ফার্মা১২%২৮.০৮
ইফাদ অটোস১১%২৭.৮২
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৯%২৭.৩২
ম্যাকসন্স স্পিনিং১১%২৬.২১
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৮.৫%২৫.৪২
পপুলার লাইফ৪০%২৪.১৭
পিএইচপি ফার্স্ট ফান্ড৮.৫%২৩.৯৬
গ্রামীন ওয়ান : স্কীম টু১৩%২৩.৭১
বারাকা পাওয়ার১০%২৩.৫৫
এমএল ডাইং১০%২৩.২৪
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং১০%২১.৮৭
বারাকা পতেঙ্গা১২.৫০%২১.৬২
প্রিমিয়ার সিমেন্ট২০%২১.০৯
বসুন্ধরা পেপার১২%২০.৮৫
এসকোয়্যার নিট১৫%২০.৪৩
মালেক স্পিনিং১০%১৯.৩৬
বিবিএস কেবলস১০%১৯.২০
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৮%১৯.১৩
এনার্জিপ্যাক পাওয়ার১০%১৯.০২
ইবিএল ফার্স্ট ফান্ড১৩%১৮.৮২
গ্রীণ ডেল্টা ফান্ড১২%১৮
ভ্যানগার্ড এএমএল বিডি ওয়ান১৫%১৫.৬৫
ফরচুন সুজ১০%১৫.৪৮
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২০%১৫.৪০
মীর আখতার১২.৫০%১৫.১০
সায়হাম কটন১০%১৪.৮৮
ইবনে সিনা ফার্মা৪৭%১৪.৬৮
লুব-রেফ বাংলাদেশ১০%১৪.৫২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড১২%১৪.৪০
শাশা ডেনিমস১০%১৪.১০
বে লিজিং১০%১৪.০৯
ইস্টার্ন হাউজিং১৫%  ১৪
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭.৫%১৩.৬৬
এসিআই ফরমূলেশনস৩০%১৩.৫
ইবিএল এনআরবি ফান্ড৬%১৩.৪৬
আরগন ডেনিমস১০%১৩.২৩
সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স১২%১৩.১৬
এআইবিএল ফার্স্ট ইসলামিক১২.২৫%১২.২৫
পেনিনসুলা চিটাগাং১০%১১.৮৭
জিবিবি পাওয়ার১১.৫০%১১.৭১
এমবিএল ফার্স্ট ফান্ড১১.৫%১১.৫০
রানার অটোমোবাইলস১০%১১.৩৫
হা-ওয়েল টেক্সটাইল২০%১১.২০
এসইএমএল গ্রোথ ফান্ড১৫%১০.৯৪
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭.৫%১০.৭৪
কেডিএস এক্সেসরিজ১৫%১০.৬৮
জেনেক্স ইনফোসিস১০%১০.৩২
এসইএমএল আইবিবিএল শরীয়াহ১০%১০
এস আলম১০%৯.৮৪
নিউ লাইন ক্লোথিংস১২.২৫%৯.৬২
সায়হাম টেক্সটাইল১০%৯.০৬
লাভেলো আইসক্রীম১১%৯.৩৫
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড১৫%৯.২৭
সিএপিএম আইবিবিএল ইসলামিক১৩.৫%৯.০৩
ফনিক্স ফাইন্যান্স৬%৮.৮৮
এনএলআই ফার্স্ট ফান্ড১৭.৫%৮.৮১
এনসিসিবিএল ফান্ড ওয়ান৭.২৫%৭.৮৭
কোহিনুর কেমিক্যাল৩৫%৭.৭৭
এসইএমএল লেকচার ইক্যুইটি১৫%৭.৫০
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৭.৫%৭.৫০
ন্যাশনাল পলিমার১০%৭.৩০
আইসিবি ৩য় এনআরবি ফান্ড৭%
আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট৭%
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনি৭%৬.৮৭
নাহি অ্যালুমিনিয়াম১০%৬.৮৪
জেএমআই সিরিঞ্জ৩০%৬.৬৩
সিএপিএম বিডিবিএল ফান্ড১৩%৬.৫২
এডিএন টেলিকম১০%৬.৪৭
আইটি কসালটেন্টস৫%৬.৪৩
রিল্যায়েন্স ওয়ান ফান্ড১০.৫%৬.৩৫
তমিজউদ্দিন টেক্সটাইল২০%৬.০১
সোনালি লাইফ১২%৫.৭০
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স১৫%৫.০৩
ওয়াটা কেমিক্যাল৩০%৪.৪৫
আইসিবি এমপ্লয়ীজ ফান্ড ১: স্কিম১৬%৪.৫০
আইসিবি এমএমসিএল ২য় ফান্ড৮%
আইএফআইএল ইসলামিক ফান্ড১৪%
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০%
এপেক্স ফুটওয়্যার৩৫%৩.৯৪
রূপালি লাইফ ইন্স্যুরেন্স১৩%৩.৮৩
শেফার্ড ইন্ডাস্ট্রিজ২.৫%৩.৭৬
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স১২%৩.৬৮
শাইনপুকুর সিরামিকস২.৫%৩.৬৭
ইভিন্স টেক্সটাইল২%৩.৬৬
সোনালি পেপার২০%৩.৬৬
গ্লোবাল হেভী কেমিক্যাল৫%৩.৬০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৬%৩.৬০
মাইডাস ফাইন্যান্স২.৫%৩.৪৭
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২%৩.২৬
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৪%৩.১৮
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫%৩.১৫
আনোয়ার গ্যালভানাইজিং২০%৩.০৫
মোজাফ্ফর হোসেন৩%৩.০৩
আরামিট৫০%
ড্যাফোডিল কম্পিউটার্স৬%২.৯৯
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স৫%২.৭৭
বিডিকম অনলাইন৫%২.৭২
এএমসিএল প্রাণ৩২%২.৫৬
ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড১.৬%২.৫৪
অগ্নি সিস্টেমস৩.৫০%২.৫৪
রংপুর ফাউন্ড্রি২৩%২.৩০
আরডি ফুড৩%২.২১
ফার কেমিক্যাল১%২.১৮
ওরিয়ন ইনফিউশনস১০%২.০৪
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০%
শমরিতা হসপিটাল১০%১.৮৯
বিডি ল্যাম্পস২০%১.৮৭
অ্যাডভেন্ট ফার্মা২%১.৮৩
এপেক্স স্পিনিং২০%১.৬৮
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫%১.৬৬
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৮%১.৬০
ফার্মা এইড৫০%১.৫৬
এপেক্স ট্যানারি১০%১.৫২
রহিম টেক্সটাইল১৬%১.৫১
মেঘনা সিমেন্ট৫%১.৩৬
সালভো কেমিক্যাল২%১.৩০
এইচ.আর টেক্সটাইল৫%১.২৭
সী পার্ল১%১.২১
এপেক্স ফুডস২০%১.১৪
পেপার প্রসেসিং১০%১.০৪
মনোস্পুল পেপার১০%০.৯৪
প্রাইম টেক্সটাইল২%০.৭৬
ন্যাশনাল টিউবস২%০.৭০
ন্যাশনাল টি১০%০.৬৬
সানলাইফ ইন্স্যুরেন্স১%০.৩৬
বঙ্গজ৪%০.৩০
সোনালি আঁশ১০%০.২৭
স্ট্যান্ডার্ড সিরামিকস১%০.০৬
**গ্রামীনফোন১২৫%১৬৮৭.৮৮
**বিএটিবিসি১২৫%৬৭৫
**ম্যারিকো বাংলাদেশ৪০০%১২৬
**বাটা সু৭৫%১০.২৬
বিএসআরএম লিমিটেড৪০% (অন্তর্বর্তী ছাড়া)১১৯.৪৩
বিএসআরএম স্টিল৩০% (অন্তর্বর্তী ছাড়া)১১২.৭৯
এনভয় টেক্সটাইল৫% (অন্তর্বর্তী ছাড়া)৮.৩৯
গোল্ডেন হার্ভেষ্ট৩% (অন্তর্বর্তী ছাড়া)৬.৪৮
এক্সপ্রেস ইন্স্যুরেন্স২% (অন্তর্বর্তী ছাড়া)১.৩০
আলহাজ্ব টেক্সটাইল১%  (অন্তর্বর্তী ছাড়া)০.২২
*বেঙ্গল উইন্ডসোর২.৫% (অন্তর্বর্তী ছাড়া)১.০৭
*ওয়ালটন হাই-টেক২৫০% (উ/প ১৭০%)৫১৭.৩২
*দেশ গার্মেন্টস৫% (উ/প ৩%)০.২৯
*ইউনিক হোটেল১০%১৫.৯৬
*খুলনা পাওয়ার১২.৫০%১৪.৯১
*প্যারামাউন্ট টেক্সটাইল২০%১২.১১
*সামিট অ্যালায়েন্স পোর্ট১০%৮.৮৪
*কাট্টলি টেক্সটাইল১০%৮.১০
*ভিএফএস থ্রেড১১%৮.০৪
*আমান ফিড১৫%৭.২২
*সিলকো ফার্মা১০%৬.৩৫
*ডরিন পাওয়ার১৩%৬.২৭
*কুইন সাউথ টেক্সটাইল১০%৬.১২
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫%৪.৭৫
*ইজেনারেশন১০%৪.৬৬
*এসএস স্টিল২%৪.১৫
*ডমিনেজ স্টিল৫%৩.৫৮
*এসোসিয়েট অক্সিজেন৫%৩.৫৬
*আফতাব অটোমোবাইলস৫%৩.৩৫
*আমান কটন১১%৩.০৮
*এসকে ট্রিমস৫%২.৯১
*গোল্ডেন সন২.৭৫%২.৮৮
*ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস৪%২.৫৬
*হামিদ ফেব্রিক্স৫%২.২১
*ইনডেক্স অ্যাগ্রো২৫%২.০৬
*দেশবন্ধু পলিমার৫%২.০৪
*নাভানা সিএনজি৫%১.৯৭
*মোজাফ্ফর হোসাইন৩%১.৮৩
*বিডি থাই২%১.৭৮
*মুন্নু সিরামিক১০%১.৬০
*অলিম্পিক এক্সেসরিজ১%১.২৬
*ইন্ট্রাকো রিফুয়েলিং২%১.২৬
*প্যাসিফিক ডেনিমস১%১.২৫
*গ্লোবাল হেভী কেমিক্যাল৫%১.১১
*একটিভ ফাইন০.৫০%১.০৬
*সাফকো স্পিনিং৫%১.০৫
*এএফসি অ্যাগ্রো০.৫০%০.৪০
*জিকিউ বলপেন৫%০.২৬
*আনলিমা ইয়ার্ন২%০.১৯
*মুন্নু এগ্রো১০%০.১৬
*জেমিনি সী ফুড৫%০.১৬
*বিডি অটোকারস৪%০.১২
*রহিমা ফুড১%০.১১
*হাক্কানি পাল্প১%০.১০
*লিগ্যাছি ফুটওয়্যার১%০.০৯
*সমতা লেদার০.৫০%০.০৩
*আলিফ ইন্ডাস্ট্রিজ১৫% (২ বছরের)৬.৬৪
*আলিফ ম্যানুফ্যাকচারিং৩.৫% (২ বছরের)৬.৩৩
মোট ২১৩ কোম্পানি ৮৫৯৫.০৮ কোটি টাকা

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রেকর্ড ৮ হাজার ৫৯৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

পোস্ট হয়েছে : ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

শেয়ারবাজারে তালিকভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় রেকর্ড ৮ হাজার ৫৯৫ কোটি ৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এই ঘোষণা করা হয়েছে। যা বার্ষিক সাধারন সভায় (এজিএম) স্ব স্ব কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

কোম্পানিগুলোর পর্ষদের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য প্রায় সব কোম্পানির এজিএম আগামি ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপরে জানুয়ারির মধ্যে শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে তা পাঠিয়ে দেওয়া হবে।

আগের বছর ন্যায় এবছরও নগদ লভ্যাংশ প্রদানে কিছুটা কড়াকড়ি ছিল। এ্ক্ষেত্রে নতুন কমিশনের সক্রিয় ভূমিকা ও বাজেটে কমপক্ষে বোনাস শেয়ারের সমপরিমাণ নগদ লভ্যাংশ প্রদান বাধ্যবাধকতা অন্যতম কারন। অন্যথায় পুরো বোনাস শেয়ারের উপরে অতিরিক্ত ১০ শতাংশ করারোপের শাস্তির যেমন বিধান রয়েছে, একইভাবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের জেরার মুখে পড়তে হয়।

বর্তমান কমিশনের অধীনে ব্যবসা সম্প্রসারণ ছাড়া বোনাস শেয়ার দেওয়া প্রায় অসম্ভব। এই বোনাস শেয়ার দিতে গেলে কমিশনের অনুমোদনের প্রয়োজন পড়ে। এছাড়া লভ্যাংশ না দেওয়া বা নামমাত্র দেওয়া কোম্পানিগুলোকে ব্যাখ্যার জন্য কমিশনে তলব করা হয়। যে কারনে সঙ্গত কারনেই কমে এসেছে বোনাস শেয়ার।

দেখা গেছে, গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সময়ে জুন ক্লোজিং, কয়েকটি অন্তর্বর্তীকালীন ও দু-একটি ডিসেম্বর ক্লোজিং বীমা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এ পর্যন্ত ২১৩ কোম্পানির পর্ষদ ৮ হাজার ৫৯৫ কোটি ৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেলেও কয়েকটি কোম্পানি এখনো লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন করেনি।

কোম্পানিগুলোর এই বড় নগদ লভ্যাংশ শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এই নগদ লভ্যাংশে লেনদেনে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে চলতি বছরে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ সভা করা ৮৫ কোম্পনির মধ্যে ৮০টির পর্ষদ ৩ হাজার ২৪২ কোটি ২৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। বাকি ৫টির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করে না।

অপরদিকে আগের বছরে জুন ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে একই সময়ে ১৪৪টির পর্ষদ (মিউচ্যুয়াল ফান্ড ছাড়া) ৪ হাজার ৩৭৩ কোটি ৫৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ বছরের নগদ লভ্যাংশের বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসের অন্যতম কারন ছিল অতিরিক্ত বোনাস শেয়ার দিয়ে উদ্যোক্তা/পরিচালকদের টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা। তবে বিগত কমিশনের প্রচেষ্টায় মুনাফার ৩০ শতাংশ এবং কমপক্ষে অর্ধেক নগদ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতার আইন গঠন ও বর্তমান কমিশনের তা বাস্তবায়নে এখন অযৌক্তিক বোনাস শেয়ার দেওয়া যায় না। যার ফলশ্রুতিতে এই বড় নগদ লভ্যাংশের খবর এসেছে। যা নিসন্দেহে শেয়ারবাজারের জন্য সুখবর।

তবে অনেক ভালো খবরের মধ্যেও কিছু কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা ‘বি’ ক্যাটাগরিতে থাকার জন্য তামাশার ০.৫০% বা শেয়ারপ্রতি ৫ পয়সা পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করছেন বলে জানান ডিএসইর এই সাবেক পরিচালক। তিনি বলেন, এবার বেশ কিছু কোম্পানির পরিচালকেরা ১-২% করে লভ্যাংশ দিয়ে বাজারের গতি নষ্ট করার পায়ঁতারা করেছে। এ বিষয়টিতে বিএসইসির নজর রাখা উচিত।

আরও পড়ুন…….

তালিকাভুক্ত ফান্ডগুলোর ৪২৬ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা
নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শুধুমাত্র বোনাস ঘোষণা
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা
শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

এরপরের অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানিটি ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদেরকে ৬০ শতাংশ হারে অর্থাৎ প্রতিটি শেয়ারে ৬ টাকা করে মোট ৫৩১ কোটি ৮৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

তবে জুন ক্লোজিং ও অন্তর্বর্তীকালীন বিবেচনায় সর্বোচ্চ নগদ লভ্যাংশ দেবে গ্রামীনফোন। এ কোম্পানিটি অন্তর্বর্তীকালীন হিসেবে ১২৫ শতাংশ হারে অর্থাৎ প্রতিটি শেয়ারে ১২.৫০ টাকা করে মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। বহূজাতিক এ কোম্পানির পর্ষদ ৬ মাসের (জানুয়ারি-জুন ২১) ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করেছে।

এ বছর সবচেয়ে কম নগদ লভ্যাংশ দেবে সমতা লেদার। এ কোম্পানি থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদেরকে ০.৫০% হারে ৩ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। এরপরের অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকস থেকে ১% হারে ৬ লাখ টাকা এবং লিগ্যাছি ফুটওয়্যার থেকে ১% হারে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের ৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

২১৩ কোম্পানির মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ১৭২ কোম্পানি। বাকি ৪১ কোম্পানির পর্ষদ নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ার ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, বর্তমান কমিশনের শক্ত অবস্থানের কারনে এই বিশাল নগদ লভ্যাংশের খবর শুনতে পেলাম। যে নগদ লভ্যাংশ বাজারের জন্য খুবই ইতিবাচক খবর। এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে, আগামিতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। এছাড়া কোম্পানিগুলোর নগদ লভ্যাংশে বাজারে গতি তরান্বিত করবে বলে মনে করেন তিনি।

নিম্নে গত ১ জুলাই থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

* শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য

কোম্পানির নামনগদ লভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)
ইউনাইটেড পাওয়ার১৭০%৯৮৫.৪৮
স্কয়ার ফার্মা৬০%৫৩১.৮৭
সামিট পাওয়ার৩৫%৩৭৩.৭৬
বেক্সিমকো লিমিটেড৩৫%৩০৬.৭১
তিতাস গ্যাস২২%২১৭.৬৩
এমজেএল বিডি৫৫%১৭৪.২১
বার্জার পেইন্টস৩৭৫%১৭৩.৯২
বেক্সিমকো ফার্মা৩৫%১৫৬.১৪
পাওয়ার গ্রীড২০%১৪২.৫৫
রেনাটা১৪৫%  ১৪১.৩০
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ৫৪%১০৭.৯৭
আইসিবি১১%৮৮.৬৪
জিপিএইচ ইস্পাত২০%৭৯.৪২
সাবমেরিন কেবল৩৭%৬১.০২
একমি ল্যাবরেটরিজ২৫%৫২.৯০
শাহজিবাজার পাওয়ার২৮%  ৪৮.৩১
এসিআই৬৫%৪১.০২
ডেসকো১০%৩৯.৭৬
স্কয়ার টেক্সটাইল২০%৩৯.৪৫
মতিন স্পিনিং৪০%৩৯
ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড১৩%৩৭.৬৯
সাইফ পাওয়ারটেক১০%৩৫.৭৯
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স৩২%৩৪.৭৩
সাউথ বাংলা ব্যাংক৪%৩১.৩৯
কনফিডেন্স সিমেন্ট২৫%১৯.৫৬
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড৪%৩১.০৪
এমআই সিমেন্ট২০%২৯.৭০
ওরিয়ন ফার্মা১২%২৮.০৮
ইফাদ অটোস১১%২৭.৮২
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড৯%২৭.৩২
ম্যাকসন্স স্পিনিং১১%২৬.২১
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড৮.৫%২৫.৪২
পপুলার লাইফ৪০%২৪.১৭
পিএইচপি ফার্স্ট ফান্ড৮.৫%২৩.৯৬
গ্রামীন ওয়ান : স্কীম টু১৩%২৩.৭১
বারাকা পাওয়ার১০%২৩.৫৫
এমএল ডাইং১০%২৩.২৪
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং১০%২১.৮৭
বারাকা পতেঙ্গা১২.৫০%২১.৬২
প্রিমিয়ার সিমেন্ট২০%২১.০৯
বসুন্ধরা পেপার১২%২০.৮৫
এসকোয়্যার নিট১৫%২০.৪৩
মালেক স্পিনিং১০%১৯.৩৬
বিবিএস কেবলস১০%১৯.২০
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড৮%১৯.১৩
এনার্জিপ্যাক পাওয়ার১০%১৯.০২
ইবিএল ফার্স্ট ফান্ড১৩%১৮.৮২
গ্রীণ ডেল্টা ফান্ড১২%১৮
ভ্যানগার্ড এএমএল বিডি ওয়ান১৫%১৫.৬৫
ফরচুন সুজ১০%১৫.৪৮
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২০%১৫.৪০
মীর আখতার১২.৫০%১৫.১০
সায়হাম কটন১০%১৪.৮৮
ইবনে সিনা ফার্মা৪৭%১৪.৬৮
লুব-রেফ বাংলাদেশ১০%১৪.৫২
ডিবিএইচ ফার্স্ট ফান্ড১২%১৪.৪০
শাশা ডেনিমস১০%১৪.১০
বে লিজিং১০%১৪.০৯
ইস্টার্ন হাউজিং১৫%  ১৪
আইএফআইসি ফার্স্ট ফান্ড৭.৫%১৩.৬৬
এসিআই ফরমূলেশনস৩০%১৩.৫
ইবিএল এনআরবি ফান্ড৬%১৩.৪৬
আরগন ডেনিমস১০%১৩.২৩
সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স১২%১৩.১৬
এআইবিএল ফার্স্ট ইসলামিক১২.২৫%১২.২৫
পেনিনসুলা চিটাগাং১০%১১.৮৭
জিবিবি পাওয়ার১১.৫০%১১.৭১
এমবিএল ফার্স্ট ফান্ড১১.৫%১১.৫০
রানার অটোমোবাইলস১০%১১.৩৫
হা-ওয়েল টেক্সটাইল২০%১১.২০
এসইএমএল গ্রোথ ফান্ড১৫%১০.৯৪
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড৭.৫%১০.৭৪
কেডিএস এক্সেসরিজ১৫%১০.৬৮
জেনেক্স ইনফোসিস১০%১০.৩২
এসইএমএল আইবিবিএল শরীয়াহ১০%১০
এস আলম১০%৯.৮৪
নিউ লাইন ক্লোথিংস১২.২৫%৯.৬২
সায়হাম টেক্সটাইল১০%৯.০৬
লাভেলো আইসক্রীম১১%৯.৩৫
এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড১৫%৯.২৭
সিএপিএম আইবিবিএল ইসলামিক১৩.৫%৯.০৩
ফনিক্স ফাইন্যান্স৬%৮.৮৮
এনএলআই ফার্স্ট ফান্ড১৭.৫%৮.৮১
এনসিসিবিএল ফান্ড ওয়ান৭.২৫%৭.৮৭
কোহিনুর কেমিক্যাল৩৫%৭.৭৭
এসইএমএল লেকচার ইক্যুইটি১৫%৭.৫০
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি৭.৫%৭.৫০
ন্যাশনাল পলিমার১০%৭.৩০
আইসিবি ৩য় এনআরবি ফান্ড৭%
আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট৭%
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনি৭%৬.৮৭
নাহি অ্যালুমিনিয়াম১০%৬.৮৪
জেএমআই সিরিঞ্জ৩০%৬.৬৩
সিএপিএম বিডিবিএল ফান্ড১৩%৬.৫২
এডিএন টেলিকম১০%৬.৪৭
আইটি কসালটেন্টস৫%৬.৪৩
রিল্যায়েন্স ওয়ান ফান্ড১০.৫%৬.৩৫
তমিজউদ্দিন টেক্সটাইল২০%৬.০১
সোনালি লাইফ১২%৫.৭০
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স১৫%৫.০৩
ওয়াটা কেমিক্যাল৩০%৪.৪৫
আইসিবি এমপ্লয়ীজ ফান্ড ১: স্কিম১৬%৪.৫০
আইসিবি এমএমসিএল ২য় ফান্ড৮%
আইএফআইএল ইসলামিক ফান্ড১৪%
দেশ জেনারেল ইন্স্যুরেন্স১০%
এপেক্স ফুটওয়্যার৩৫%৩.৯৪
রূপালি লাইফ ইন্স্যুরেন্স১৩%৩.৮৩
শেফার্ড ইন্ডাস্ট্রিজ২.৫%৩.৭৬
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স১২%৩.৬৮
শাইনপুকুর সিরামিকস২.৫%৩.৬৭
ইভিন্স টেক্সটাইল২%৩.৬৬
সোনালি পেপার২০%৩.৬৬
গ্লোবাল হেভী কেমিক্যাল৫%৩.৬০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৬%৩.৬০
মাইডাস ফাইন্যান্স২.৫%৩.৪৭
বাংলাদেশ বিল্ডিং সিস্টেম২%৩.২৬
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ৪%৩.১৮
কপারটেক ইন্ডাস্ট্রিজ৫%৩.১৫
আনোয়ার গ্যালভানাইজিং২০%৩.০৫
মোজাফ্ফর হোসেন৩%৩.০৩
আরামিট৫০%
ড্যাফোডিল কম্পিউটার্স৬%২.৯৯
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স৫%২.৭৭
বিডিকম অনলাইন৫%২.৭২
এএমসিএল প্রাণ৩২%২.৫৬
ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড১.৬%২.৫৪
অগ্নি সিস্টেমস৩.৫০%২.৫৪
রংপুর ফাউন্ড্রি২৩%২.৩০
আরডি ফুড৩%২.২১
ফার কেমিক্যাল১%২.১৮
ওরিয়ন ইনফিউশনস১০%২.০৪
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ১০%
শমরিতা হসপিটাল১০%১.৮৯
বিডি ল্যাম্পস২০%১.৮৭
অ্যাডভেন্ট ফার্মা২%১.৮৩
এপেক্স স্পিনিং২০%১.৬৮
তসরিফা ইন্ডাস্ট্রিজ২.৫%১.৬৬
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড৮%১.৬০
ফার্মা এইড৫০%১.৫৬
এপেক্স ট্যানারি১০%১.৫২
রহিম টেক্সটাইল১৬%১.৫১
মেঘনা সিমেন্ট৫%১.৩৬
সালভো কেমিক্যাল২%১.৩০
এইচ.আর টেক্সটাইল৫%১.২৭
সী পার্ল১%১.২১
এপেক্স ফুডস২০%১.১৪
পেপার প্রসেসিং১০%১.০৪
মনোস্পুল পেপার১০%০.৯৪
প্রাইম টেক্সটাইল২%০.৭৬
ন্যাশনাল টিউবস২%০.৭০
ন্যাশনাল টি১০%০.৬৬
সানলাইফ ইন্স্যুরেন্স১%০.৩৬
বঙ্গজ৪%০.৩০
সোনালি আঁশ১০%০.২৭
স্ট্যান্ডার্ড সিরামিকস১%০.০৬
**গ্রামীনফোন১২৫%১৬৮৭.৮৮
**বিএটিবিসি১২৫%৬৭৫
**ম্যারিকো বাংলাদেশ৪০০%১২৬
**বাটা সু৭৫%১০.২৬
বিএসআরএম লিমিটেড৪০% (অন্তর্বর্তী ছাড়া)১১৯.৪৩
বিএসআরএম স্টিল৩০% (অন্তর্বর্তী ছাড়া)১১২.৭৯
এনভয় টেক্সটাইল৫% (অন্তর্বর্তী ছাড়া)৮.৩৯
গোল্ডেন হার্ভেষ্ট৩% (অন্তর্বর্তী ছাড়া)৬.৪৮
এক্সপ্রেস ইন্স্যুরেন্স২% (অন্তর্বর্তী ছাড়া)১.৩০
আলহাজ্ব টেক্সটাইল১%  (অন্তর্বর্তী ছাড়া)০.২২
*বেঙ্গল উইন্ডসোর২.৫% (অন্তর্বর্তী ছাড়া)১.০৭
*ওয়ালটন হাই-টেক২৫০% (উ/প ১৭০%)৫১৭.৩২
*দেশ গার্মেন্টস৫% (উ/প ৩%)০.২৯
*ইউনিক হোটেল১০%১৫.৯৬
*খুলনা পাওয়ার১২.৫০%১৪.৯১
*প্যারামাউন্ট টেক্সটাইল২০%১২.১১
*সামিট অ্যালায়েন্স পোর্ট১০%৮.৮৪
*কাট্টলি টেক্সটাইল১০%৮.১০
*ভিএফএস থ্রেড১১%৮.০৪
*আমান ফিড১৫%৭.২২
*সিলকো ফার্মা১০%৬.৩৫
*ডরিন পাওয়ার১৩%৬.২৭
*কুইন সাউথ টেক্সটাইল১০%৬.১২
*সিলভা ফার্মাসিউটিক্যালস৫%৪.৭৫
*ইজেনারেশন১০%৪.৬৬
*এসএস স্টিল২%৪.১৫
*ডমিনেজ স্টিল৫%৩.৫৮
*এসোসিয়েট অক্সিজেন৫%৩.৫৬
*আফতাব অটোমোবাইলস৫%৩.৩৫
*আমান কটন১১%৩.০৮
*এসকে ট্রিমস৫%২.৯১
*গোল্ডেন সন২.৭৫%২.৮৮
*ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস৪%২.৫৬
*হামিদ ফেব্রিক্স৫%২.২১
*ইনডেক্স অ্যাগ্রো২৫%২.০৬
*দেশবন্ধু পলিমার৫%২.০৪
*নাভানা সিএনজি৫%১.৯৭
*মোজাফ্ফর হোসাইন৩%১.৮৩
*বিডি থাই২%১.৭৮
*মুন্নু সিরামিক১০%১.৬০
*অলিম্পিক এক্সেসরিজ১%১.২৬
*ইন্ট্রাকো রিফুয়েলিং২%১.২৬
*প্যাসিফিক ডেনিমস১%১.২৫
*গ্লোবাল হেভী কেমিক্যাল৫%১.১১
*একটিভ ফাইন০.৫০%১.০৬
*সাফকো স্পিনিং৫%১.০৫
*এএফসি অ্যাগ্রো০.৫০%০.৪০
*জিকিউ বলপেন৫%০.২৬
*আনলিমা ইয়ার্ন২%০.১৯
*মুন্নু এগ্রো১০%০.১৬
*জেমিনি সী ফুড৫%০.১৬
*বিডি অটোকারস৪%০.১২
*রহিমা ফুড১%০.১১
*হাক্কানি পাল্প১%০.১০
*লিগ্যাছি ফুটওয়্যার১%০.০৯
*সমতা লেদার০.৫০%০.০৩
*আলিফ ইন্ডাস্ট্রিজ১৫% (২ বছরের)৬.৬৪
*আলিফ ম্যানুফ্যাকচারিং৩.৫% (২ বছরের)৬.৩৩
মোট ২১৩ কোম্পানি ৮৫৯৫.০৮ কোটি টাকা

বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: