ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তান নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে। বুধবার দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। আর সেটা সম্ভব হয়েছে খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে।

শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে। আর রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।

এরপর ঝড় তোলেন খুশদীল। ২৮৪ রানের মাথায় শাবাদ খান আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। খুশদীল ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে।

বল হাতে উইন্ডিজের আলজারি যোসেফ ২টি উইকেট নেন।

তার আগে উইন্ডিজের ইনিংসে বড় সংগ্রহ পেতে ব্যাট হাতে অবদান রাখেন শেই হোপ। তিনি ১৩৪ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১২৭ রান করেন। ৭০ রান করেন সামারাহ ব্রুকস। দ্বিতীয় উইকেটে তারা দুজন ১৫৪ রান তোলেন। এছাড়া রোভম্যান পাওয়েল ৩২, রোমারিও শেফার্ড ২৫ ও নিকোলাস পুরান ২১ রান করেন।

বল হাতে হ্যারিস রউফ ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচসেরা হন খুশদীল শাহ।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান

পোস্ট হয়েছে : ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তান নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে। বুধবার দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। আর সেটা সম্ভব হয়েছে খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে।

শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে। আর রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।

এরপর ঝড় তোলেন খুশদীল। ২৮৪ রানের মাথায় শাবাদ খান আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। খুশদীল ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। আর শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করা মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ৮ রানে।

বল হাতে উইন্ডিজের আলজারি যোসেফ ২টি উইকেট নেন।

তার আগে উইন্ডিজের ইনিংসে বড় সংগ্রহ পেতে ব্যাট হাতে অবদান রাখেন শেই হোপ। তিনি ১৩৪ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১২৭ রান করেন। ৭০ রান করেন সামারাহ ব্রুকস। দ্বিতীয় উইকেটে তারা দুজন ১৫৪ রান তোলেন। এছাড়া রোভম্যান পাওয়েল ৩২, রোমারিও শেফার্ড ২৫ ও নিকোলাস পুরান ২১ রান করেন।

বল হাতে হ্যারিস রউফ ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচসেরা হন খুশদীল শাহ।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: