ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বেঃ রায়হান রাফি

  • পোস্ট হয়েছে : ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলকে পরাণ দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনন্তকে এ আহবান জানান।

এর আগে অনন্ত জলিল ‘পরাণ’ সিনেমার একটি নিউজ নিজের টাইম লাইনে শেয়ার করেন। শিরোনাম ছিল ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’।

এ দিকে অনন্ত জলিল এই নিউজ শেয়ার করার পর ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফি একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন: ‘শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো!’

ভূঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে ‘পরাণ’ দেখে পরাণ ঠান্ডা করে যাওয়ারও আহ্বান জানিয়েছেন রাফি।

এর আগে, ‘পরাণ’ নিয়ে এমন নেতিবাচক প্রচারণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরী। অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে পরীমনি পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! … যাই হোক আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’

এখন দেখা যাক, অনন্ত জলিল প্রতিউত্তরে কী বলেন? তবে সিনেমাসংশ্লিষ্টরা এ ধরনের ঘটনায় বিব্রত এবং বিরক্ত। এ নিয়ে সিনিয়র অনেক শিল্পী-পরিচালক তাদের মত ফেসবুকে প্রকাশ করেছেন।

উল্লেখ, ঈদুল আজহায় দেশজুড়ে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ‘দিন দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বেঃ রায়হান রাফি

পোস্ট হয়েছে : ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলকে পরাণ দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনন্তকে এ আহবান জানান।

এর আগে অনন্ত জলিল ‘পরাণ’ সিনেমার একটি নিউজ নিজের টাইম লাইনে শেয়ার করেন। শিরোনাম ছিল ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’।

এ দিকে অনন্ত জলিল এই নিউজ শেয়ার করার পর ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফি একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন: ‘শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো!’

ভূঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে ‘পরাণ’ দেখে পরাণ ঠান্ডা করে যাওয়ারও আহ্বান জানিয়েছেন রাফি।

এর আগে, ‘পরাণ’ নিয়ে এমন নেতিবাচক প্রচারণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরী। অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে পরীমনি পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! … যাই হোক আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’

এখন দেখা যাক, অনন্ত জলিল প্রতিউত্তরে কী বলেন? তবে সিনেমাসংশ্লিষ্টরা এ ধরনের ঘটনায় বিব্রত এবং বিরক্ত। এ নিয়ে সিনিয়র অনেক শিল্পী-পরিচালক তাদের মত ফেসবুকে প্রকাশ করেছেন।

উল্লেখ, ঈদুল আজহায় দেশজুড়ে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ‘দিন দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ।

বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: