ঢাকা , বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেব নাঃ অর্থমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • 11

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সরকার দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেবে না বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র কাছ থেকে আমরা অর্থ চেয়ে কোনও প্রস্তাব দিইনি। আর তারাও এ ধরনের কোনও প্রস্তাব আমাদের দেয়নি। এই মুহূর্তে আমাদের বিদেশি ঋণের কোনও প্রয়োজন নেই। আমরা দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেব না।

বুধবার (২০ জুলাই) দুপুরে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আপনাদের অনেকের মনে হয়তো সংশয় কাজ করে যে; আমরা অনেক কিছু নিয়ে নেব বা চুক্তি করবো। এ ধরনের কিছু আমাদের কাছে আসেনি, আসলে জানতে পারবেন। আমরা এমন কোনো প্রকল্প বা ফান্ডিংয়ে যাবো না যেগুলো আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থী হয়। স্বার্থের পরিপন্থী কিছু করবো না সেটি নিশ্চিত করতে পারি।

শ্রীলঙ্কার ঘটনা এশিয়ার অনেক দেশের জন্য সতর্ক বার্তা এটা আইএমএফের এমডি সম্প্রতি বলেছেন এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা এখন সাড়ে ৭ শতাংশ। এটা এক মাসের হিসাব। আমরা ১২ মাসের গড় হিসাবকে আমলে নিয়ে বাৎসরিক গড় হিসাব করে থাকি।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেব নাঃ অর্থমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ সরকার দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেবে না বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র কাছ থেকে আমরা অর্থ চেয়ে কোনও প্রস্তাব দিইনি। আর তারাও এ ধরনের কোনও প্রস্তাব আমাদের দেয়নি। এই মুহূর্তে আমাদের বিদেশি ঋণের কোনও প্রয়োজন নেই। আমরা দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প হাতে নেব না।

বুধবার (২০ জুলাই) দুপুরে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আপনাদের অনেকের মনে হয়তো সংশয় কাজ করে যে; আমরা অনেক কিছু নিয়ে নেব বা চুক্তি করবো। এ ধরনের কিছু আমাদের কাছে আসেনি, আসলে জানতে পারবেন। আমরা এমন কোনো প্রকল্প বা ফান্ডিংয়ে যাবো না যেগুলো আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থী হয়। স্বার্থের পরিপন্থী কিছু করবো না সেটি নিশ্চিত করতে পারি।

শ্রীলঙ্কার ঘটনা এশিয়ার অনেক দেশের জন্য সতর্ক বার্তা এটা আইএমএফের এমডি সম্প্রতি বলেছেন এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়।

মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা এখন সাড়ে ৭ শতাংশ। এটা এক মাসের হিসাব। আমরা ১২ মাসের গড় হিসাবকে আমলে নিয়ে বাৎসরিক গড় হিসাব করে থাকি।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২২/এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: