ঢাকা , শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আয়ে রেকর্ড, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

  • পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত ১৫ মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে জুলাই মাসে। এ মাসে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১৯ হাজার ৮৫৬ কোটি টাকা।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছর রেমিট্যান্সের ওপর প্রণোদনা বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে এ খাতে বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকও। এতে আগের চেয়ে এখন বেশি দর পাচ্ছেন তারা। ফলে সদ্য সমাপ্ত জুলাই মাসে ২ দশমিক ২ বিলিয়ন রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত বছরের জুলাইয়ে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এবার তা এসেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাস জুনে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

সেই হিসাবে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তা বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশে বেশি। তবে আলোচিত মাস ২০২০ সালের জুলাইকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই সময় রেমিট্যান্স আসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০২০-২১ অর্থবছরের তুলনায় বেশ কমে যায়। এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে ২০২২-২৩ অর্থবছরের আলোচ্য সময়ে প্রবাসী আয়ের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে উদ্ভূত চাপ অনেকাংশে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্য আমদানি মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যায়। যার প্রভাব পড়ে দেশের মুদ্রাবাজারে। এতে টাকার বিপরীতে ডলারের দাম ব্যাপক বৃদ্ধি পায়। ফলে দেশে প্রধান আন্তর্জাতিক মুদ্রা সরবরাহ সঙ্কট দেখা দেয়।

এ অবস্থায় ডলার সংগ্রহে বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে বেশি দরে এ বৈদেশিক মুদ্রা কিনছে ব্যাংকগুলো। মূলত এরই ইতিবাচক প্রভাব পড়েছে রেমিট্যান্সে। বেড়েছে প্রবাসী আয়।

বিজনেস আওয়ার/ ১ আগস্ট ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রবাসী আয়ে রেকর্ড, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত ১৫ মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে জুলাই মাসে। এ মাসে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১৯ হাজার ৮৫৬ কোটি টাকা।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছর রেমিট্যান্সের ওপর প্রণোদনা বাড়িয়েছে সরকার। সেই সঙ্গে এ খাতে বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকও। এতে আগের চেয়ে এখন বেশি দর পাচ্ছেন তারা। ফলে সদ্য সমাপ্ত জুলাই মাসে ২ দশমিক ২ বিলিয়ন রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত বছরের জুলাইয়ে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এবার তা এসেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের সবশেষ মাস জুনে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

সেই হিসাবে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তা বেড়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশে বেশি। তবে আলোচিত মাস ২০২০ সালের জুলাইকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই সময় রেমিট্যান্স আসে ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০২০-২১ অর্থবছরের তুলনায় বেশ কমে যায়। এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। তবে ২০২২-২৩ অর্থবছরের আলোচ্য সময়ে প্রবাসী আয়ের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে উদ্ভূত চাপ অনেকাংশে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্য আমদানি মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যায়। যার প্রভাব পড়ে দেশের মুদ্রাবাজারে। এতে টাকার বিপরীতে ডলারের দাম ব্যাপক বৃদ্ধি পায়। ফলে দেশে প্রধান আন্তর্জাতিক মুদ্রা সরবরাহ সঙ্কট দেখা দেয়।

এ অবস্থায় ডলার সংগ্রহে বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে বেশি দরে এ বৈদেশিক মুদ্রা কিনছে ব্যাংকগুলো। মূলত এরই ইতিবাচক প্রভাব পড়েছে রেমিট্যান্সে। বেড়েছে প্রবাসী আয়।

বিজনেস আওয়ার/ ১ আগস্ট ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: