ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ডাচদের

  • পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 2

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের পঞ্চম আসরের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়েছে নামিবিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে আসর শুরু করে নেদারল্যান্ডস।

রবিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার দক্ষিণ জিলংয়ে দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় নেদারল্যান্ডস।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করার সুযোগ পায় আরব আমিরাত।

টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের পথে ধাবমান নেদারল্যান্ডস শিবিরে আঘাত হানেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ১৪তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট শিকার করেন। অবশ্য ওভারের পঞ্চম বলে রিজওয়ান টিম প্রিংগেলের সহজ ক্যাচ না ছাড়লে উইকেট দুইয়ের পরিবর্তে তিন হতো।

এমন ধাক্কার পর দলকে জয়ের দুয়ারে নিয়ে যান টিম প্রিংগেল ও স্কট এডওয়ার্ডস।

জয়ের জন্য শেষ ১২ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ১৯তম ওভারে তৃতীয় বলে জহুর খানের বলে বোল্ড হয়ে ফেরেন টিম প্রিংগেল। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করে ১ উইকেট নেন জহুর খান।

শেষ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। জাওয়ার ফরিদের করা ইনিংসের শেষ ওভারের ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। ১৯ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এডওয়ার্ডস।

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ডাচদের

পোস্ট হয়েছে : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের পঞ্চম আসরের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়েছে নামিবিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে আসর শুরু করে নেদারল্যান্ডস।

রবিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার দক্ষিণ জিলংয়ে দিনের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় নেদারল্যান্ডস।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করার সুযোগ পায় আরব আমিরাত।

টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের পথে ধাবমান নেদারল্যান্ডস শিবিরে আঘাত হানেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ১৪তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট শিকার করেন। অবশ্য ওভারের পঞ্চম বলে রিজওয়ান টিম প্রিংগেলের সহজ ক্যাচ না ছাড়লে উইকেট দুইয়ের পরিবর্তে তিন হতো।

এমন ধাক্কার পর দলকে জয়ের দুয়ারে নিয়ে যান টিম প্রিংগেল ও স্কট এডওয়ার্ডস।

জয়ের জন্য শেষ ১২ বলে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ১৯তম ওভারে তৃতীয় বলে জহুর খানের বলে বোল্ড হয়ে ফেরেন টিম প্রিংগেল। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করে ১ উইকেট নেন জহুর খান।

শেষ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। জাওয়ার ফরিদের করা ইনিংসের শেষ ওভারের ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। ১৯ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এডওয়ার্ডস।

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: