ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বার্সাকে উড়িয়ে শীর্ষে রিয়াল

  • পোস্ট হয়েছে : ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 3

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানে ওঠার মিশনে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সোলোনা।

রবিবার (১৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে দাপুটে এক জয় তুলে নিয়েছে রিয়াল। ফলে বার্সেলোনাকে হঠিয়ে শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ১২তম মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা ও ৩৫তম মিনিটে ফেদ্রিকো ভালভার্দে লস ব্লাঙ্কসদের বিপক্ষে গোল করেন।

খেলার ৮৩তম মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় কাতালান ক্লাবটি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন রদ্রিগো পেনাল্টি থেকে বার্সার জালে শেষ পেরেক ঠুকে দিলে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় কাতালান ক্লাবটি।

বার্সাকে হারিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৭ জয় এবং সমান ১টি করে ড্র ও পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

বার্সাকে উড়িয়ে শীর্ষে রিয়াল

পোস্ট হয়েছে : ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানে ওঠার মিশনে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সোলোনা।

রবিবার (১৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে দাপুটে এক জয় তুলে নিয়েছে রিয়াল। ফলে বার্সেলোনাকে হঠিয়ে শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ১২তম মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা ও ৩৫তম মিনিটে ফেদ্রিকো ভালভার্দে লস ব্লাঙ্কসদের বিপক্ষে গোল করেন।

খেলার ৮৩তম মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় কাতালান ক্লাবটি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন রদ্রিগো পেনাল্টি থেকে বার্সার জালে শেষ পেরেক ঠুকে দিলে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় কাতালান ক্লাবটি।

বার্সাকে হারিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৭ জয় এবং সমান ১টি করে ড্র ও পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: