ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাসওয়ার্ড ছাড়াই লগ ইন, গুগলের নতুন ফিচার ‘পাসকি’

  • পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • 7

বিজনেস আওয়ার ডেস্ক: সাইবার হানা থেকে স্বস্তি নিয়ে এলো টেক জায়ান্ট গুগল! ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়ে আসছে এক নতুন ফিচার।

পরিবারের সবাই বাইরে গেলে বাড়ির নিরাপত্তার জন্য আমরা তালা দেই। এ তালাগুলোর নিজস্ব চাবি রয়েছে, যে কেউ চাইলেই চাবি দিয়ে আপনার বাড়ির তালা খুলতে পারবে না। তেমনি ডিজিটাল যুগে একধরনের তালা আছে যা আমাদের গোপন তথ্য রক্ষা করে। ইমেইল হোক বা নেটমাধ্যমের অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিং থেকে ওটিটি প্ল্যাটফর্ম— প্রতিটি ক্ষেত্রই তালার মতো আমাদের তথ্যগুলোকে রক্ষা করে, যা পাসওয়ার্ড ছাড়া অচল। এই চাবিটি না থাকলে অনলাইনে কোনো কাজই সম্ভব হবে না। কিন্তু ভিন্ন প্ল্যাটফর্মের ভিন্ন পাসওয়ার্ড মনে রাখাটাও ভীষণ কঠিন। আবার কোথাও লিখে রাখলে, তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়।

গুগল ক্রোম এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এবার পাসওয়ার্ড ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন অনায়াসেই। ভাবছেন কীভাবে তা সম্ভব?

এবার গুগল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘পাসকি’ নামে একটি নতুন ফিচার নিয়ে এল।

পাসকি হলো পাসওয়ার্ডের মতো অথেনটিকেশন বা প্রমাণীকরণের একটি নিরাপদ ব্যবস্থা। পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করার একটি উপায় এটি, যা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম এবং এফআইডিও অ্যালায়েন্স তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে যে কেউ বায়োমেট্রিকের সাহায্যে যে কোনো ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনার আঙুলের চিহ্ন, বা মুখের আদল দেখেই খুলে যাবে আপনার গুগল অ্যাকাউন্ট।

‘পাসকি বারবার ব্যবহার করা যায় না, তাই সার্ভারে কেউ হানা দিলেও গোপন তথ্য ফাঁস হবে না। আর বলাই বাহুল্য ব্যবহারকারীদের ফিশিং আক্রমণ থেকেও রক্ষা করবে পাসকি’, বুধবার (১২ অক্টোবর) একটি ব্লগ পোস্টের মাধ্যমে গুগল জানিয়েছে। ‘পাসকি বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজারজুড়ে কাজ করে। এটা ওয়েবসাইট হোক কি অ্যাপ, উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে’, জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

আপাতত ডেভেলপাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। তবে চলতি বছরের শেষের দিকেই হয়তো সবাই তা ব্যবহার করতে পারবেন। অ্যানড্রয়েড স্মার্টফোন ইউজাররা পাসওয়ার্ড ছাড়াই অনায়াসে এই পাসকির মাধ্যমে সব ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের করতে পারবেন।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাসওয়ার্ড ছাড়াই লগ ইন, গুগলের নতুন ফিচার ‘পাসকি’

পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: সাইবার হানা থেকে স্বস্তি নিয়ে এলো টেক জায়ান্ট গুগল! ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়ে আসছে এক নতুন ফিচার।

পরিবারের সবাই বাইরে গেলে বাড়ির নিরাপত্তার জন্য আমরা তালা দেই। এ তালাগুলোর নিজস্ব চাবি রয়েছে, যে কেউ চাইলেই চাবি দিয়ে আপনার বাড়ির তালা খুলতে পারবে না। তেমনি ডিজিটাল যুগে একধরনের তালা আছে যা আমাদের গোপন তথ্য রক্ষা করে। ইমেইল হোক বা নেটমাধ্যমের অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিং থেকে ওটিটি প্ল্যাটফর্ম— প্রতিটি ক্ষেত্রই তালার মতো আমাদের তথ্যগুলোকে রক্ষা করে, যা পাসওয়ার্ড ছাড়া অচল। এই চাবিটি না থাকলে অনলাইনে কোনো কাজই সম্ভব হবে না। কিন্তু ভিন্ন প্ল্যাটফর্মের ভিন্ন পাসওয়ার্ড মনে রাখাটাও ভীষণ কঠিন। আবার কোথাও লিখে রাখলে, তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়।

গুগল ক্রোম এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এবার পাসওয়ার্ড ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন অনায়াসেই। ভাবছেন কীভাবে তা সম্ভব?

এবার গুগল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘পাসকি’ নামে একটি নতুন ফিচার নিয়ে এল।

পাসকি হলো পাসওয়ার্ডের মতো অথেনটিকেশন বা প্রমাণীকরণের একটি নিরাপদ ব্যবস্থা। পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করার একটি উপায় এটি, যা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম এবং এফআইডিও অ্যালায়েন্স তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে যে কেউ বায়োমেট্রিকের সাহায্যে যে কোনো ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনার আঙুলের চিহ্ন, বা মুখের আদল দেখেই খুলে যাবে আপনার গুগল অ্যাকাউন্ট।

‘পাসকি বারবার ব্যবহার করা যায় না, তাই সার্ভারে কেউ হানা দিলেও গোপন তথ্য ফাঁস হবে না। আর বলাই বাহুল্য ব্যবহারকারীদের ফিশিং আক্রমণ থেকেও রক্ষা করবে পাসকি’, বুধবার (১২ অক্টোবর) একটি ব্লগ পোস্টের মাধ্যমে গুগল জানিয়েছে। ‘পাসকি বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজারজুড়ে কাজ করে। এটা ওয়েবসাইট হোক কি অ্যাপ, উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে’, জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

আপাতত ডেভেলপাররাই এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। তবে চলতি বছরের শেষের দিকেই হয়তো সবাই তা ব্যবহার করতে পারবেন। অ্যানড্রয়েড স্মার্টফোন ইউজাররা পাসওয়ার্ড ছাড়াই অনায়াসে এই পাসকির মাধ্যমে সব ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের করতে পারবেন।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: